আবদুল্লাপুরমেট (তেলঙ্গানা), 16 মার্চ: স্ত্রী ও সদ্য়োজাত সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে (Man Allegedly Murders his Wife and Son) ৷ বুধবার ঘটনাটি ঘটে তেলঙ্গানার (Telangana) রাঙ্গারেডি জেলার আবদুল্লাপুরমেট মণ্ডলের আনাজপুরে ৷ স্থানীয়দের দাবি, অভিযুক্তের আড়াই বছরের মেয়েই প্রথম ঘটনাটি প্রকাশ্যে আনে (Daughter Ran Out From House) ৷ সে কোনোরকমে বাড়ি থেকে পালিয়ে এসে প্রতিবেশীদের বলে, ‘‘বাবা মাকে বোতল দিয়ে আঘাত করেছে । মায়ের মুখে ছুরিকাঘাত করেছে । বাবা আমার ছোট ভাইকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছে ৷’’ ফলে এই নিয়ে এলাকায় হইচই পড়ে যায় ৷
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, আনাজপুরের বাসিন্দা এরপুলা ধনরাজের সঙ্গে চার বছর আগে একই মণ্ডলের বান্দরভিরার বাসিন্দা কান্দিকান্তি লাবণ্যর (23) বিয়ে হয় । তাদের আড়াই বছরের মেয়ে আদিয়া ৷ সে-ই হত্যাকাণ্ডের খবর প্রতিবেশীদের জানায় ৷ তার দেড় মাসের ক্রিয়াংশ ৷ যার জন্ম গত 3 ফেব্রুয়ারি৷ মর্মান্তিক ঘটনায় তারও মৃত্যু হয়েছে ৷
ধনরাজের মা মারা গিয়েছেন বছর দশেক আগে । বর্তমানে তাঁরা সবাই তাঁদের বাবা বালেয়ারের সঙ্গে থাকেন । দিন কয়েক আগে ছেলের জন্মের 21তম দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানও উদযাপন করেন ধনরাজ ৷ তার পর তিনি স্ত্রী লাবণ্যকে বাপেরবাড়িতে পাঠিয়ে দেন । বুধবার সকালে তিনি লাবণ্যকে ফোন করেন ৷ জানান যে তিনি বান্দরাভিরালায় এসে ছেলেকে টিকা দেওয়ানোর জন্য নিয়ে যাবেন ৷ বেলা 11টার দিকে তিনি শ্বশুরবাড়িতে যান ও স্ত্রীকে নিয়ে দুপুরে আনাজপুর পৌঁছান ।