নয়াদিল্লি, 5 জানুয়ারি:দিল্লির বাসে (DTC bus) ফের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী এক যুবতী ! চলন্ত বাসে তাঁর সামনে হস্তমৈথুন (Man Masturbates in Bus) করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে এমনই দাবি করেছেন দিল্লি পরিবহণ সংস্থার এক মার্শাল ৷ তবে এই নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের না হওয়ায় অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি ৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় বলা হয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটে জাতীয় রাজধানীর রোহিণী এলাকায় ৷ দিল্লি পরিবহণ সংস্থার একটি বাসে এক যুবতীর সামনে এক ব্যক্তি হস্তমৈথুন করছিল বলে অভিযোগ ৷ যুবতী চিৎকার করে উঠলে বাসে থাকা মার্শাল সন্দীপ চাকারা অভিযুক্তকে ধরে ফেলেন ৷
ধরা পড়ার পরে অভিযুক্তকে ভিডিয়োতে কাঁদতে দেখা গিয়েছে ৷ এই ঘটনার জন্য ক্ষমা চাইছিল সে ৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি । জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা ৷ তাকে হাতেনাতে ধরার পর তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে ৷ তবে এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ সেই কারণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক । তিনি জানান, বুধবার এই ঘটনার বিষয়ে জানতে পাওয়ার পর উত্তর রোহিণী থানার উপ-পরিদর্শক সুমনের অধীনে তদন্ত শুরু করা হয়েছে ৷