পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুপ্তধন খোঁজার নামে সম্পত্তি হাতিয়ে 10 জনকে খুন ! গ্রেফতার তান্ত্রিক - তন্ত্র সাধনা

Murder over Tantric Worship: গুপ্তধন খোঁজার নামে দূর দূরান্তে নিয়ে গিয়ে 10 জনের বেশি মানুষকে খুনের অভিযোগ ৷ তেলেঙ্গানায় গ্রেফতার অভিযুক্ত তান্ত্রিক ৷ ব্যবসায়ী খুনের পর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

murder over Tantric Worship
তন্ত্র সাধনা

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 2:30 PM IST

নাগরকুর্নুল(তেলেঙ্গানা), 12 ডিসেম্বর: গুপ্তধন খোঁজার তন্ত্র সাধনার নামে সম্পত্তি হাতিয়ে নিয়ে 10 জনের বেশি জনকে খুনের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি তেলেঙ্গানার নাগরকুর্নুল থানা এলাকার ৷ রিয়েল এস্টেট ব্যবসায়ীর মৃত্যুর পর পুলিশের জালে অভিযুক্ত ৷ তান্ত্রিক নাগরকুর্নুল মণ্ডলের একটি গ্রামের বাসিন্দা ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে থাকতেন এবং রিয়েল এস্টেট ব্যবসা করতেন । তিনি 2018 সালে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ তবে নির্বাচনে হেরে যান । এরপর তন্ত্র সাধনায় মন দেন তিনি ৷ পুজো করতে শুরু করেন ৷ নিরীহ মানুষকে বিশ্বাস করান তিনি তান্ত্রিক । বাড়িঘর ও মাঠে গুপ্তধন খুঁজে দেওয়ার দাবি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতেন অভিযুক্ত ।

অভিযোগ, তাঁর কাছে আসা ব্যক্তিদের কাছে টাকা না থাকলে তাদের স্থাবর সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নিতেন ওই তান্ত্রিক । তিনি বলতেন, গুপ্তধন খোঁজার পর তাঁকে টাকা দিলে তিনি আবার সম্পত্তি তাদের নামে রৈজিস্ট্রি করে দেবেন । তবে পরে আর তাঁর আর খোঁজ মিলত না ৷ এই মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে তিনি পালিয়ে যেতেন । আরও অভিযোগ, যারা তাদের টাকা ও সম্পত্তি ফেরত চাইত জোরপূর্বক তাদের দূর-দূরান্তে নিয়ে গিয়ে তন্ত্র সাধনার নামে হত্যা করতেন ওই ব্যক্তি । এভাবেই বিভিন্ন এলাকায় 10টির বেশি খুন করেছেন ওই ব্যক্তি বলে অভিযোগ । সংশ্লিষ্ট থানাগুলিতে মৃত্যুর মামলা দায়ের হয়েছে ৷

তবে ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ভেঙ্কটেশ নামে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী খুন হন ৷ হায়দরাবাদের বোল্লারামে থাকা ওই ব্যবসায়ীকে নভেম্বরে শহরের উপকণ্ঠে হত্যা করা হয় । যেহেতু অভিযুক্ত তান্ত্রিক কিছুদিন আগে ভেঙ্কটেশের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল তাই তাদের তাঁর উপর সন্দেহ হয় ৷ নভেম্বরের 26 তারিখ ব্যবসায়ীর পরিবার নাগরকুর্নুল টাউন পুলিশের কাছে অভিযোগ করে । পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ভেঙ্কটেশের কাছ থেকে টাকা নিয়ে গুপ্তধন খোঁজার পুজোর নামে তাঁকে খুন করেছেন অভিযুক্ত ।

আরও পড়ুন:

  1. মালদায় তন্ত্রসাধনার বলি আট বছরের নাবালিকা ! গণপ্রহারে গুরুতর জখম অভিযুক্ত তান্ত্রিক
  2. গুপ্তবিদ্যা শেখানোর লোভ দেখিয়ে বেহুঁশ করে সর্বস্ব লুট তান্ত্রিকের
  3. 'ভূত তাড়াতে' তান্ত্রিকের দ্বারস্থ পরিবার ! মৃত্যু গর্ভবতীর

ABOUT THE AUTHOR

...view details