খান্না(পঞ্জাব), 3 অগস্ট:মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে খুন হতে হল শ্রমিককে । ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সামরালার ধিলওয়ান গ্রামে ৷ মৃত ব্যক্তির নাম শিবনাথ মুখ্য (45) ৷ তিনি বিহারের মতিহারী জেলার বাসিন্দা । ঘটনায় পুলিশ ইনারজিৎ মুখ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তিনি নেপালের বাসিন্দা ।
50 টাকার জন্য ঝামেলা: ডিএসপি ওয়ারিয়াম সিং জানিয়েছে, শিবনাথ এবং ইনারজিৎ মুখ্য দু'জনেই ঢিলওয়ান গ্রামে মাঠে কাজ করতেন । গতকাল রাতে দু'জনেই মদ এনে পান করতে শুরু করেন । মদ্যপান করতে করতে ইনারজিৎ শিবনাথকে আরও মদ দিতে বলেন । তবে শিবনাথ মদ দিতে অস্বীকার করে । মদ না দেওয়ায় ইনারজিৎ তাঁর কাছে 50 টাকা দাবি করেন । তবে 50 টাকা দিতে রাজি হয় না শিবনাথ ৷ আর টাকা না দেওয়ায় ইনারজিৎ মোটরের ওপর পড়ে থাকা লাঠি দিয়ে শিবনাথকে মারধর শুরু করে বলে অভিযোগ । এত নির্মমভাবে তাঁকে মারধর করা হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবনাথ মুখ্যর ।