পিলিভিট, 15 জানুয়ারি: অন্তঃসত্ত্বাকে মারধর ও বাইকের সঙ্গে হাত বেঁধে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ (Beating Pregnant Wife and Dragging with Bike in Pilibhit) ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট ঘুঘচাইঁ থানা এলাকায় ৷ অভিযোগ মদপ্য অবস্থায় অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারধর করেন তাঁর স্বামী ৷ তারপর দু’হাত বাইকের সঙ্গে বেঁধে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনায় নির্যাতিতার ভাই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ এই অভিযোগের ভিত্তিতেই স্বামীকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশকে নির্যাতিতার ভাই জানিয়েছেন, ঘুঘচাইঁ শহরের বাসিন্দা রামগোপালের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর মাঝে মধ্যেই রামগোপাল তাঁর বোনকে মারধর করতেন ৷ সম্প্রতি তাঁর বোন গর্ভবতী হন ৷ কিন্তু, তার পরেও অত্যাচার কমেনি ৷ অভিযোগ শনিবার রাতে অভিযুক্ত রামগোপাল মদ্যপ অবস্থায় তাঁর বোনকে গালাগালি করেন এবং সেই সঙ্গে চলে মারধর ৷ অভিযোগকারী যুবক পুলিশকে জানিয়েছেন, তাঁর বোনকে মেরে ফেলার উদ্দেশ্যে বাইকের সঙ্গে দু’হাত বেঁধে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় অভিযুক্ত ৷