পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man kidnapping Bride: বিয়ে করে ফেরার পথে কনেকে অপহরণ করে চম্পট প্রাক্তন প্রেমিকের ! তদন্তে পুলিশ - প্রেমিকাকে অপহরণ

বিয়ের দিনেই তিন দুষ্কৃতী অপহরণ করল নববধূকে ৷ পুলিশে অভিযোগ দায়ের ৷ রাজস্থানের ভিলওয়ারা এলাকার ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jun 26, 2023, 10:41 PM IST

ভিলওয়ারা (রাজস্থান, 26 জুন): বিয়ের দু'ঘণ্টা পরেই নতুন বউকে অপহরণ করল দুষ্কৃতীরা ৷ অপহরণের মাস্টারমাইন্ড কনের প্রাক্তন প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা এলাকায় ৷ জানা গিয়েছে, নবদম্পতি ফিরছিলেন বিয়ে করে ৷ অভিযোগ, সেই সময় তিন দুষ্কৃতী বাইকে এসে পথ আটকায় বর-কনের ৷ তাদের হাতে তলোয়ার ছিল বলেও অভিযোগ ৷ তলোয়ার নিয়ে ভয় দেখানোর পর তাঁরা নতুন কনেকে স্কুটিতে বসিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভিলওয়ারা জেলার বিজোলিয়ার বাসিন্দা রবি নায়েকের সঙ্গে বিয়ে হয়েছিল লাছুদা গ্রামের বাসিন্দা রেণু ওরফে যোগিতার ৷ বিয়ের পর নবদম্পতি ও বরপক্ষের লোকজন গিয়েছিলেন পাশের কৃষি মান্ডিতে এক মন্দিরে গিয়েছিলেন আশীর্বাদ নিতে ৷ এরপরেই তিন দুষ্কতী স্কুটিতে এসে বর ও বরপক্ষের সদস্যদের ওপর তলোয়ার নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷ তারপরেই যোগিতাকে তুলে নিয়ে যায় বলে জানা গিয়েছে ৷

রবি বলেন, "আমরা মন্দির থেকে বেরিয়ে সবেমাত্র গাড়িতে উঠে বসেছি ৷ সেই সময় তিন দুষ্কৃতি তলোয়ার উঁচিয়ে আমাদের উপর হামলা চালায় ৷ আমার স্ত্রী-কে তারা জোর করে তুলে নিয়ে যায় ৷ বাঁচার জন্য সে আমার হাত টেনে ধরেছিল ৷ কিন্তু দুষ্কৃতিরা তাঁকে হ্যাঁচকা টান মেরে নিয়ে যায় ৷ এতে আমার হাতেও চোট লেগেছে ৷ নিজেকে বাঁচাতে আমি বাধ্য হয়ে দৌড়ে পালিয়েছি ৷ এখনও পর্যন্ত আমি আমার বউয়ের খোঁজ পাইনি ৷"

আরও পড়ুন: গলা কেটে ব্যক্তির রক্তপানের চেষ্টা, ভাইরাল কর্ণাটকের হাড়হিম করা ভিডিয়ো

ঘটনার পরেই রবি ভিলওয়ারার সুভাষ নগর পুলিশ স্টেশনে দীপক কোলি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বউকে অপহরণ করার অভিযোগে এফআইআর দায়ের করেন ৷ আইসি জগদীশ চন্দ্র মিনা জানান, তিন দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ তিনি বলেন, "আমরা এই ঘটনায় কেস ফাইল করেছি ৷ দীপক নামে একজন দুষ্কৃতিকে চেনা গিয়েছে ৷ ইতিমধ্যেই পুলিশ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজও চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details