পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee: ধরনা মঞ্চ থেকে 'দিল্লি চলো'র ডাক মমতার, বিজেপিকে রুখতে সর্বস্তরে জোট বাঁধার আহ্বান

বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে নেতাজির কায়দায় 'দিল্লি চলো'র ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধী দলগুলির জোট বাঁধার পক্ষে ফের একবার এদিন সওয়াল করেন তিনি ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 30, 2023, 7:18 PM IST

কলকাতা, 30 মার্চ: আরও একবার 'দিল্লি চলো'র ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও রাজ্যের বকেয়া প্রাপ্যর দাবিতে প্রয়োজনে দিল্লিতে গিয়ে তিনি ধরনা দিতে পারেন বলে আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷ বৃহস্পতিবারও রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশের ধরনা মঞ্চে তাঁর মুখে শোনা গেল 'দিল্লি চলো'র কথা ৷

এবার মনীষীদের ছবি হাতে নিয়ে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও একবার চড়িয়ে, ধরনা মঞ্চ থেকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী-সহ সমস্ত শ্রেণির মানুষকে একজোট হওয়ার ডাক দিলেন তিনি । একই সঙ্গে বিজেপি'কে কড়া ভাষায় চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল লক্ষ্য ছিল কেন্দ্রের শাসকদল বিজেপি । খুব স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার এই মঞ্চ থেকে আরও একবার বিজেপি'কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী । এদিন তিনি বলেন, "সবাই চোর, একমাত্র ওরাই (পড়ুন বিজেপি) সাধু । ডেসটিনি বলে একটা শব্দ আছে । সেই হিসেব বলে তুমি যতই শক্তিমান হও একদিন তোমাকে যেতেই হবে । তোমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল নও । ইউ আর অফ দ্য এজেন্সিস, বাই দ্য এজেন্সিস, ফর দ্য এজেন্সিস ।"

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, সাংবিধানকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রের শাসক দল ৷ সকলের অধিকার কেড়ে নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে ৷ এরপরেই মমতা জানান, যদি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে কেউ কথা না বললেও তৃণমূল চুপ থাকবে না ৷ দল প্রত্যুত্যর দিতে প্রস্তুত ৷

এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, "তোমরা তোমাদের আইনকে ব্যবহার করে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতে পারো, আমরা জনগণের আইন ব্যবহার করে তার বিরুদ্ধে প্রতিবাদ করব । আমাদের আইন বলুন আর চলার পথ বলুন, সবটাই সংবিধান । এই সংবিধানই আমাদের জন্য আইন । আমাদের জন্য সব । গণতন্ত্রে বিজেপি শেষ কথা বলবে না । শেষ কথা বলবে মানুষ ।" এই মঞ্চ থেকেই সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, সমস্ত বিরোধী দলকে একজোট হতে হবে ৷ একই সঙ্গে নাগরিক সমাজ, ধর্মগুরু, কৃষক, মজদুর সবাইকে এক হতে হবে । যাঁরা সংবিধানকে ভালোবাসেন, যাঁরা এক হয়ে চলতে চান সকলকে এক হতে হবে, জোট বাঁধতে হবে ৷

আরও পড়ুন:ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার

এরপরই প্রয়োজনে দিল্লিতে গিয়ে প্রতিবাদ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো সবাই ভালোবাসেন । আমরাও ভালোবাসি । লড়ার জন্য তিনি একটা স্লোগান দিয়েছিলেন দিল্লি চলো । আজকে যদি এই জুলুম অত্যাচার না-কমে । আর মানুষ যদি তাদের অধিকার ফেরত না পায়, তাহলে আরও একবার আমাদের দিল্লি যেতে হবে । চলো দিল্লি চলো । স্বাধীনতার 75 বছরে এসে নেতাজির ছবি, গান্ধিজির ছবি, মৌলানা আবুল কালাম আজাদ, আম্বেদকর, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, সরোজিনী নাইডুদের ছবি হাতে নিয়ে আমরাও দিল্লি যাব ।"

তৃণমূল 'দিল্লি চলো' কর্মসূচি নিলে কেন্দ্রের তরফে বাধা আসতে পারে সেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, ট্রেন না দিলে, ভাড়া করে ট্রেন নেওয়া হবে ৷ প্রয়োজনে ভিক্ষে করে ভাড়া তোলা হবে ৷ তবে তাঁর 2 দিনের ধরনা পর্বের মধ্যে কেন্দ্রের তরফে কোনও বার্তা না আসায় এদিন মুখ্যমন্ত্রীর গলাতে কিছুটা হতাশার সুর শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, "আজ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম । আমরা ভেবেছিলাম ভদ্রতা করে কেন্দ্রীয় সরকার অন্তত আমাদের সঙ্গে যোগাযোগ করে বলবেন, 100 দিনের কাজের টাকা না দিয়ে আমরা অন্যায় করেছি, তোমাদের টাকা আমরা দেব । বাংলার বাড়ি প্রকল্পে তোমাদের প্রাপ্য আমরা দেব । তোমাদের জিএসটির টাকা তোমাকে দেব ৷ কিন্তু কিছুই নাই । ভোঁ ভাঁ ।"

ABOUT THE AUTHOR

...view details