নয়াদিল্লি,23 অক্টোবর: দেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) । প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে হাজির থাকার কথা । পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee) । সেদিক থেকে হরিয়ানার সুরজকুণ্ডের (surajkund) এই বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা । তবে শোনা যাচ্ছে বৈঠকে নিজে না গিয়ে প্রতিনিধি পাঠাবেন মমতা (West Bengal CM may send representative for the meeting)।
বাংলার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহল সূত্রে ইটিভি ভারত জানতে পেরেছে, নিজে না গিয়ে কোনও প্রতিনিধি পাঠাবেন মমতা । তাঁর একটা বড় কারণ ঘূর্ণিঝড় সিত্রাং । 27 এবং 28 অক্টোবর যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকটি হবে প্রায় সেই সময় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের । আর এখনও পর্যন্ত যা জানা গিয়েছে আন্দামান সাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ বাংলাদেশ । তবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং তার আশপাশের এলাকাতেও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে । সেই সম্ভবনা মাথায় রেখে রাজ্যে থেকে পরিস্থিতির উপর নজর রাখতে চান মমতা। আর তাই নিজে না গিয়ে অন্য কাউকে বৈঠকে পাঠাতে পারেন । পাশাপাশি বৈঠক শুরুর ঠিক আগে পরিস্থিতি কেমন থাকে তা দেখে নিয়ে প্রয়োজনে সিদ্ধান্ত বদলাতেও পারেন মমতা।