পটনা, 23 ফেব্রুয়ারি:আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সাংবাদিকদের বুধবার তিনি বলেন, "বিরোধীদলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন ৷ বরং এটা গুরুত্বপূর্ণ যে কাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ফেরানো যাবে না ৷"
স্বভাবত, এ প্রসঙ্গে তাঁর কথায় উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) নাম ৷ সাংসদের মতে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর লড়াইয়ে গেম চেঞ্জার হতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ শুধু তাই নয়, দিল্লির মসনদ থেকে মোদিকে সরানোর মতো পরিস্থিত তৈরি হলে তৃণমূল কংগ্রেস নির্বাচন-পরবর্তী জোটও গড়তে পারে বলে জানালেন অভিনেতা-টার্নড-নেতা ৷ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "দেশে সবচেয়ে বেশি দিন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মধ্যে লড়াকু মনোভাব আছে ৷ তিনি একের পর এক পরীক্ষায় উতরেছেন ৷ তিনি সব অর্থেই দুঁদে নেতা ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে একটি ছাতার তলায় আনতে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷"
সাংসদ আশা করেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদ বাছাইয়ের ক্ষেত্রে মমতা খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ৷ তৃণমূল নেতা বলেন, "প্রশ্নটা হল, কে প্রধানমন্ত্রী হবেন না ? যদি নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমি, আপনি (সাংবাদিককে উদ্দেশ্য করে), অথবা যে কেউ- যার কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেই প্রধানমন্ত্রী হতে পারেন ৷"