পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 10, 2021, 10:19 AM IST

Updated : Apr 10, 2021, 12:16 PM IST

ETV Bharat / bharat

অভ্য়ন্তরীণ চ্যাটে হারের কথা স্বীকার প্রশান্ত কিশোরের, টুইট অমিত মালব্যের

নিজেদের অভ্যন্তরীণ চ্যাটে বিজেপির জয়ের কথা স্বীকার করেছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ টুইট করে দাবি বিজেপি নেতা অমিত মালব্যর ৷

অমিত মালব্য
অমিত মালব্য

নতুন দিল্লি, 10 এপ্রিল : রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ৷ তার মধ্যেই টুইটে বোমা ফাটালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ টুইটে তাঁর দাবি, ক্লাব হাউসের অভ্যন্তরীণ চ্যাটে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর স্বীকার করেছেন, বিধানসভা ভোটে হারছে রাজ্যের শাসকদল ৷ আর ক্লাব হাউসের এই চ্যাট প্রকাশ আসার পরই উত্তাল রাজ্য রাজনীতি ৷

টুইটে প্রথমেই প্রশান্ত কিশোরকে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ লেখেন, ‘‘ ক্লাব হাউস চ্যাটে কিছু সাংবাদিককে বিবরণ দেওয়ার সময়, যাঁরা বর্তমানে কর্মহীন এবং ইউটিউব করছেন, অথবা কোনও অনামী সংস্থায় কাজ করছেন, তখন মনে রাখা দরকার চ্যাটটি ব্যক্তিগত নেই ৷ এটি রেকর্ড হচ্ছে ৷ আসলে কেউ পিসিকে একটি জোরে ধাক্কা দিলেন ৷’’

পরের টুইটেই মালব্য লেখেন, ‘‘ ক্লাব হাউসের চ্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশলী স্বীকার করছেন, তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও উঠে এসেছে বিজেপি জিতছে ৷ মোদির জন্য ভোট দিচ্ছে ৷ মেরুকরণের রাজনীতি স্পষ্ট, পশ্চিমবঙ্গের 27 শতাংশ এসসি মোদিকে ভোট দেবে ৷ এছাড়া মতুয়ারা সবাই বিজেপিকে ভোট দিয়েছে ৷’’

অমিত মালব্য়ের প্রকাশ করা অডিয়ো ক্লিপ

তিনি আরও লেখেন, ‘‘ভোট কৌশলীর আরও সরল স্বীকারোক্তি বাম, কংগ্রেস ও টিএমসি শেষ 20 বছর ধরে মুসলিম তোষণ করেছে ৷ এর ফলাফল জনসমক্ষে প্রতিফলিত হয়েছে ৷ তবে বক্তারা বুঝতে পারেনি যে চ্যাটটি পাবলিক ৷’’

নিজের চতুর্থ টুইটে মালব্য আরও একটি ভয়েস নোট শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ একটি চ্যাটে মমতার ভোট কৌশলী বলছেন, বাংলায় মোদির জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নেই ৷ দেশজুড়ে এই নিজে একটি বিশ্বাস আছে ৷ টিএমসির বিরুদ্ধে একটি প্রতিষ্ঠান বিরোধী মতামত তৈরি হয়েছে ৷ মেরুকরণের রাজনীতি স্পষ্ট এছাড়া এসসি ভোটও একটি ফ্যাক্টর হতে চলেছে ৷’’

চ্যাটটি প্রকাশ হওয়ার পরই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন প্রশান্ত কিশোর ৷ তাঁর কথায়, বিজেপি তাঁদের নেতাদের কথায় নয়, তাঁর ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে ৷ এটা জেনে তিনি খুশি হয়েছেন ৷ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে এই প্রশান্ত কিশোর ঘোষণা করেছিলেন রাজ্যে বিজেপি যদি ট্রিপিল ডিজিট পার করতে পারে, তাহলে তিনি তাঁর এই কাজ ছেড়ে দেবেন ৷

তবে, প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর প্রকাশ হওয়া সেই অডিও ক্লিপটি সম্পূর্ণ নয় ৷ তাই বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সম্পূর্ণ অডিও ক্লিপটা যেন প্রকাশ করা হয় ৷ যদিও, প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ এ নিয়ে সাংসদ তথা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রশান্ত কিশোর জানেন মোদিজি সেরা এবং তাঁর নেতৃত্বে সোনার বাংলা গড়ে উঠবে ৷ কিন্তু, মানুষকে বোকা বানাতে প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন ৷

Last Updated : Apr 10, 2021, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details