নয়াদিল্লি, 24 নভেম্বর : আগামিকাল এই দফার নয়াদিল্লি সফর শেষ করে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সন্ধ্যায় তিনি এই কথা জানিয়েছেন ৷ তবে রাজ্যে ফিরেও তিনি বেশিদিন থাকছেন না ৷ আগামী 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর মমতা থাকবেন বাণিজ্য নগরী মুম্বইয়ে (Mamata will visit Mumbai) ৷ এদিন সেই কথাও জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন :Mamata invites Modi to BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার
মমতার মুম্বই সফর
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাউথ ব্লকে প্রায় 25 মিনিট বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Modi Mamata Meeting) ৷ তার পর বেরিয়ে এসে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে তিনি মুম্বই সফরের কথা জানান ৷ একটি শিল্প সম্মেলনে যোগ দিতেই তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু তাঁর মাঝেই তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন (Mamata will meet Uddhav Thackeray) ৷ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি (Mamata will meet Sharad Pawar) ৷
সোনিয়া-রাহুল প্রসঙ্গ
গত জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে এসেছিলেন ৷ সেই সময় তিনি যান 10 দশ জনপথে ৷ সেখানে তিনি বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে ৷ তাই এবারও তিনি তাঁদের সঙ্গে দেখা করবেন কি না, সেই প্রশ্নও উঠেছে ৷