মুম্বই, 30 নভেম্বর : দু’দিনের মুম্বই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is visiting Mumbai) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাণিজ্যনগরীতে পৌঁছান ৷ সেখান থেকে সরাসরি চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে ৷ বেশ কিছুক্ষণ তিনি মন্দিরে ছিলেন ৷ পুজো দেন (Mamata banerjee offers puja at siddhivinayak temple) ৷
2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর গোটা দেশেই ক্রমশ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ৷ তার এক ঝলক মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেল সিদ্ধি বিনায়ক মন্দিরেও ৷ সেখানে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলেন বহু অনুরাগী ৷
পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আগে অনেকবার মুম্বই এসেছি ৷ কিন্তু কখনও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসার সুযোগ হইনি ৷ আমার বাড়িতেও গণপতি পুজো হয় ৷ মন্দির কমিটি ও মহারাষ্ট্র সরকারের কাছে কৃতজ্ঞ ৷ উদ্ধব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ জয় মারাঠা, জয় বাংলা ৷’’
এবারের মুম্বই সফরে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সিদ্ধি বিনায়ক মন্দির থেকে তিনি মুম্বইয়ের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যান (Mamata Banerjee pays tribute to mumbai police memorial) ৷ তিনি জানান, শ্রদ্ধা জানাতে এসেছেন ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ উদ্ধব ঠাকরে তাড়াতাড়ি সেরে উঠুন এই প্রার্থনা করেন তিনি ৷