পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata in Ajmer-Pushkar: আজমেরের দরগায় চাদর চড়ালেন মমতা, পুজো দিলেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে - মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বার আজমেরে (Mamata in Ajmer-Pushkar) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে খাজা মইনুদ্দিন হাসান চিশতির দরগায় চাদর চড়ান তিনি ৷ পাশাপাশি তিনি জগৎপিতা ব্রহ্মার মন্দিরে পুজো দেন ৷

Mamata Banerjee visits Ajmer dargah and Pushkar temple
আজমেরের দরগায় চাদর চড়ালেন মমতা, পুজো দিলেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে

By

Published : Dec 6, 2022, 7:11 PM IST

Updated : Dec 6, 2022, 8:16 PM IST

আজমের/পুষ্কর, 6 ডিসেম্বর:আজমেরে মইনুদ্দিন হাসান চিশতির দরগায় (Mamata in Ajmer-Pushkar) চাদর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর পুষ্করে ব্রহ্মার মন্দিরে পুজো দেন তিনি ৷

মঙ্গলবার কিষাণগড় হেলিপ্যাড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিশ্বখ্যাত সুফি সাধক খাজা মইনুদ্দিন হাসান চিশতির দরগায় পৌঁছয় (Mamata Banerjee in Ajmer Sharif dargah)। সেখানে তাঁকে দরগার প্রধান ফটক নিজাম গেটে ফুল দিয়ে স্বাগত জানান দরগার বিভিন্ন সংগঠনের লোকজন ৷ অঞ্জুমান কমিটি ও দরগা কমিটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । মমতা বন্দ্যোপাধ্যায় বুলন্দ দরওয়াজা থেকে মখমলের চাদর ও ফুল নিয়ে দরগার ভেতরে প্রবেশ করেন । সেখানে তিনি খাজা গরিব নওয়াজের সমাধিতে চাদর চড়ান ৷ দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও সম্প্রীতি কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee visits Ajmer dargah)।

খাদিম মুকাদ্দাস মইনি জানান, "24 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজমের দরগায় এসেছিলেন ৷ সেই সময় তিনি সাফল্যের জন্য ব্রত করেছিলেন । রেলমন্ত্রী হিসেবে সাফল্যও পেয়েছেন । এ বার বিধানসভা নির্বাচনে জেতার পর আজমের দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি । 24 বছর পর আজমের দরগায় তিনি এলেন । এখানে জিয়ারতের সময় তিনি মানতের সুতো খুলে দরগায় মানতের নতুন সুতো বেঁধে দেন ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তানা থেকে দরগার জিয়ারত (ধর্মীয় আচার) শেষে সেখানকার দালানে পৌঁছন । সেখানে তাঁকে অভ্যর্থনা জানান উপস্থিত জনতা ৷ সবার মুখে তখন শুধুই 'দিদি' 'দিদি' ডাক ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দরগায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যেই প্রার্থনা করেন মমতা ৷ তাঁর সঙ্গে 12 সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন । ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ আজমের দরগায় মমতার সফরের কারণে দরগা প্রাঙ্গণের অর্ধেক খালি করে দেওয়া হয় । তবে অনেকে দরগায় প্রবেশের ক্ষেত্রে বাধা পাওয়ায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ৷

আরও পড়ুন:সম্প্রীতির বার্তাবাহক হয়ে আজমের-পুষ্কর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় দরগার দেওয়ান জেনুয়াল আবেদিনের সঙ্গে দেখা করে তাঁর খোঁজখবর নেন ৷ দরগার দেওয়ানের ছেলে নাসিরুদ্দিন চিশতি জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় দরগার দেওয়ান জেনুয়াল আবেদিনের সঙ্গে দেখা হওয়ার পর আগের বৈঠকের কথা উল্লেখ করেছেন । আর দরগার দিওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন । দরগার দিওয়ানের সঙ্গে সাক্ষাতের পর কনভয় নিয়ে সার্কিট হাউসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজমেরের দরগায় চাদর চড়ালেন মমতা, পুজো দিলেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে

সার্কিট হাউসে মমতা ও তাঁর প্রতিনিধি দলের জন্য ছিল চা, বিস্কুট ও নিরামিষ খাবারের আয়োজন ৷ রাজস্থানের বিখ্যাত বেসন গাট্টে কি সবজির সঙ্গে ডাল-ভাত এবং সবজি পরিবেশন করা হয় । মধ্যাহ্নভোজের পর মমতা ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দল কঠোর নিরাপত্তার মধ্যে পুষ্করে পৌঁছন ৷ সেখানে গিয়ে তাঁরা মন্দিরের নতুন গেট দিয়ে প্রবেশ করে ব্রহ্মার বিগ্রহ দর্শন করেন (Mamata Banerjee in Brahma Mandir)। মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরের পুরোহিত স্বাগত জানান । পুষ্কর সরোবরেও পুজো দেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Dec 6, 2022, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details