পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Missionaries of Charity Account Freeze : মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ‘তালা’ কেন্দ্রের, হতবাক মমতা

বছর শেষের উৎসবের মরশুমের মধ্যেই মিশনারিজ অফ চ্যারিটির ভারতে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ (Missionaries of Charity Account Freeze) দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এমন নির্দেশে হতবাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee twets on Missionaries of Charity Account Freeze) ৷ টুইটারে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর সাফ বার্তা, আইন রক্ষার নামে মানবিকতাকে বিসর্জন দিলে চলবে না ৷

mamata banerjee tweets on missionaries of charity account freeze
Missionaries of Charity Account Freeze : মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্য়াকাউন্টে ‘তালা’ কেন্দ্রের, হতবাক মমতা

By

Published : Dec 27, 2021, 3:33 PM IST

Updated : Dec 27, 2021, 4:57 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : মাদার (সেন্ট) টেরেসার (Mother Teresa) হাতে তৈরি সেবাকেন্দ্রের আর্থিক লেনদেনে কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সূত্রের দাবি, নির্দিষ্ট কিছু অভিযোগের তদন্তের স্বার্থেই মিশনারিজ অফ চ্যারিটির ভারতে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ (Missionaries of Charity Account Freeze) দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকা প্রকাশ্যে আসতেই বিস্ময়ে হতবাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি (Mamata Banerjee twets on Missionaries of Charity Account Freeze) ৷

আরও পড়ুন :Archbishop Desmond Tutu Death : উৎসবের মরশুমেই চিরবিদায় নিলেন আর্চবিশপ ডেসমন্ড টুটু

সোমবার এই খবর প্রকাশ্য়ে আসার পরই মমতা তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে লেখেন, ‘‘খ্রিস্টমাসে মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির ভারতের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ৷ এই কথা শুনে আমি হতবাক ৷ এর ফলে সংস্থার 22 হাজার রোগী ও কর্মীর খাদ্য এবং ওষুধের জোগান বন্ধ হয়ে যাবে ৷ আইন অবশ্যই সর্বাগ্রে ৷ কিন্তু, তার জন্য কখনই মানবিকতার সঙ্গে আপস করা যায় না ৷’’

আরও পড়ুন :Mamata Banerjee Slams BJP : লজ্জিত হওয়া উচিত, দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির পর বিজেপিকে তোপ মমতার

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে তদন্ত চলছে ৷ সংস্থার আর্থিক কার্যকলাপও গোয়েন্দাদের আতসকাচের তলায় চলে এসেছে ৷ আর তার জেরেই মাদারের হাতে তৈরি এই সংস্থার ভারতে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা, সমালোচনা ৷ তবে এই বিষয়ে মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷

Last Updated : Dec 27, 2021, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details