পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata backs Rahul: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার - রাহুল গান্ধির পদ খারিজ

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের পরেই এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee tweets) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Mar 24, 2023, 3:44 PM IST

Updated : Mar 24, 2023, 4:34 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) লোকসভার সাংসদ পদ খারিজ করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ এদিন দুপুরের এই ঘোষণার পরেই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের গণতন্ত্রের নতুন অবনমন হয়েছে বলে টুইট করেছেন তিনি (Mamata Banerjee slams BJP) ৷

এদিন রাহুল গান্ধির নাম না-করে মমতা টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপি'র প্রধান নিশানা হয়ে উঠেছেন ৷ একদিকে ফৌজদারি মামলায় অভিযুক্তদের কেন্দ্রের ক্যাবিনেটে জায়গা দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধী নেতাদের মন্তব্যের জন্য তাঁদের পদ খারিজ করে দেওয়া হচ্ছে ৷ আজ আমরা সাক্ষী থাকলাম আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নয়া অবনমনের ৷" টুইটে কোথাও কংগ্রেস সাংসদের নাম না-নিলেও, পদ খারিজ প্রসঙ্গের কথা উল্লেখ করে মমতা রাহুলের পাশে থাকারই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে ৷

এদিন রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ অভিষেক তাঁর টুইটে লিখেছেন,"গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটি ৷"

সূত্রের খবর, এদিন দুপুরে যখন রাহুলের পদ খারিজের খবর আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এই খবর শোনার পর মমতা ও অভিষেক দু'জনেই কিছুক্ষণের জন্য বৈঠক ছেড়ে উঠে যান ৷ তারপরেই পর পর 5 মিনিটের ব্যবধানে টুইট করেন অভিষেক ও মমতা (Mamata and Abhishek backs Rahul Gandhi)৷

বর্তমানে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সম-দূরত্ব বজায় রাখার নীতিতে চলছে তৃণমূল ৷ সম্প্রতি দলীয় বৈঠকেও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মমতা ৷ বিরোধী পরিসরে কংগ্রেসের 'দাদাগিরি' যে মানা হবে না সে বার্তাও একাধিকবার দিয়েছে ঘাসফুল শিবির ৷ সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের থেকে আলাদা ভাবে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল ৷ এই প্রেক্ষিতে এদিন যেভাবে রাহুলের পদ খারিজের পর কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে বিরোধী জোট ফের দানা বাঁধতে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

এদিন মমতা ও অভিষেকের টুইট রিটুইট করেছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, রাহুলের সঙ্গে এদিন যা হল তাতে প্রমাণিত বিজেপি বিরোধী কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে ৷ এদিন যেটা হল 1950 সালের পর তা নজিরবিহীন ৷ দেশের গণতন্ত্রকে টেনে একদম নীচে নামিয়ে আনল বিজেপি ৷ দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনার নজির নেই ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি আর কত নীচে নমবে ৷

Last Updated : Mar 24, 2023, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details