কলকাতা, 23 অক্টোবর : গোয়া যাওয়া নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সূত্র অনুযায়ী, 24 অক্টোবর অর্থাৎ রবিবার বাগডোগরা বিমানবন্দরে নামবেন দলনেত্রী ৷ এরপর পাহাড় সফরে যাবেন ৷ তারপর ফিরে এসে যাবেন গোয়ায় ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে সেখানে পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস ৷
টুইটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো লিখেছেন, "28 অক্টোবর প্রথমবার গোয়া সফরের জন্য তৈরি হচ্ছি ৷ বিজেপির বিরুদ্ধে লড়তে আমি সব সংগঠন, রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিয়েছি ৷ বিগত 10 বছরে গোয়ার মানুষ যথেষ্ট দুর্ভোগ পেয়েছে ৷ আমরা নতুন সরকার গঠনের মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করব ৷ যে সরকার সত্যিই গোয়ার মানুষের সরকার হবে এবং মানুষের আশা পূরণে দায়বদ্ধ থাকবে ৷" এই টুইটে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন #GoenchiNaviSakal৷
আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য বিধানসভা নির্বাচন, মাস শেষে গোয়া যাচ্ছেন মমতা
29 সেপ্টেম্বর গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ৷ তিনি গোয়া কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ৷ দু’বার মুখ্যমন্ত্রীও হয়েছেন ৷ ঘাসফুল শিবিরে যোগদানের আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন লুইজিনহো ৷ তারপর তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ৷
সূত্র মারফত জানা গিয়েছে, আরও বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আগ্রহী ৷ ইতিমধ্যে গোয়ার বিভিন্ন স্তরের মানুষ, বুদ্ধিজীবী, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগযোগ শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব । ঘাসফুলের লক্ষ্য যেকোনওভাবে বিজেপিকে পরাস্ত করে গোয়ায় সরকার গড়া ।
তথ্য অনুযায়ী, গত বিধানসভা নির্বাচনে গোয়ায় একটা বড় অংশের মানুষের জনমত বিজেপির বিরুদ্ধে গিয়েছিল । এই অবস্থাতেও কংগ্রেস সেখানে সরকার গড়তে পারেনি । কংগ্রেসের ঘর ভাঙিয়ে সেখানে সরকার গড়েছিল বিজেপি । তাই এবার ফাঁকা মাঠে আগেভাগে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস । আর সে কারণেই রাজ্যের উপনির্বাচন, অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডের মাঝেই গোয়া ছুটছেন মমতা ।