পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা - UP Assembly Election 2022

ফের একবার ভোটপ্রচারে যোগী রাজ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার মোদির কেন্দ্রে ৷ বারাণসীতে 3 মার্চ সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন তিনি (Mamata Banerjee will Campaign for Samajwadi party in Varanasi) ৷ এদিকে আজ চলছে উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটপর্ব (UP Assembly Election 2022), যেখানে 627 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে ৷

up-assembly-election-2022-mamata-banerjee-will-go-to-varanasi-for-election-campaign-on-3-march
up-assembly-election-2022-mamata-banerjee-will-go-to-varanasi-for-election-campaign-on-3-march

By

Published : Feb 20, 2022, 11:15 AM IST

বারাণসী, 20 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষদফার প্রচারে 3 মার্চ ফের যোগী রাজ্যে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata to visit Varanasi for Election Campaign) ৷ সমাজবাদী পার্টির সমর্থনে বারাণসীতে প্রচার করবেন তিনি ৷ ওইদিন কাশী বিশ্বনাথের মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ৷ অন্যদিকে, আজ উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন ৷ সকাল 7টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ 16টি জেলার 59টি আসনে ভোট চলছে ৷ যেখানে ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট 627 জন প্রার্থীর ৷

উত্তরপ্রদেশের 403 আসনের বিধানসভায় 7 দফায় নির্বাচন ৷ আজ তার তৃতীয় দফা ৷ যেখানে 56টি কেন্দ্রের 627 জন প্রার্থীর ভাগ্য নির্ভর করছে 2 কোটি 16 লক্ষের বেশি ভোটারের উপর ৷ 15 হাজার 557টি পোলিং স্টেশনের 25 হাজার 794টি বুথে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে ৷ যেখানে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব লড়াই করছেন ৷ তিনি কারহাল বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ৷ আর এই কেন্দ্রে অখিলেশের প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় আইনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং বাঘেল ৷

আজ তৃতীয় দফার নির্বাচনের পর 23 ও 27 ফেব্রুয়ারি চতুর্থ ও পঞ্চম দফার নির্বাচন হবে উত্তরপ্রদেশে ৷ তার পর 3 ও 7 মার্চ শেষ দুই দফার ভোট ৷ ষষ্ঠ দফার ভোটের দিন অর্থাৎ, 3 মার্চ বাংলার মুখ্যমন্ত্রী বারাণসীতে প্রচারে যাচ্ছেন ৷ বারাণসীতে 7 মার্চ শেষদফায় ভোট রয়েছে ৷ সেখানে মোদির বারাণসী লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার সপা প্রার্থীদের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সপার তরফে জরকদমে সেই প্রচারসভার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : UP Election 2022 : হোলি, দিওয়ালিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ! উত্তরপ্রদেশবাসীকে কথা দিলেন রাজনাথ

প্রসঙ্গত, 2021এ রাজ্যে বিধানসভা ভোটের সময় নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথরা বারবার এ রাজ্যে এসেছিলেন বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে ৷ যেখানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ যদিও, তা বুমেরাং হয় বিজেপির কাছে ৷ এ বার উত্তরপ্রদেশে মোদি ও যোগীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির হয়ে পাল্টা প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Rajnath at UP Poll Campaign : পদ্মাসনেই মা লক্ষ্মী আসেন, সাইকেল বা হাতিতে নয় ; লখনউয়ে বললেন রাজনাথ

কয়েকদিন আগে লখনউয়ে প্রচারে গিয়ে, বারাণসীতে যাওয়ার কথা জানিয়েছিলেন মমতা ৷ সেই মতো 3 মার্চ তিনি বারাণসীতে মোদির নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাবেন ৷ পাশাপাশি নতুন রূপে তৈরি হওয়া কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, বারাণসীর প্রচার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে জাতীয় রাজনীতির হুজ হু-দের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details