বারাণসী, 20 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষদফার প্রচারে 3 মার্চ ফের যোগী রাজ্যে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata to visit Varanasi for Election Campaign) ৷ সমাজবাদী পার্টির সমর্থনে বারাণসীতে প্রচার করবেন তিনি ৷ ওইদিন কাশী বিশ্বনাথের মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ৷ অন্যদিকে, আজ উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন ৷ সকাল 7টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ 16টি জেলার 59টি আসনে ভোট চলছে ৷ যেখানে ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট 627 জন প্রার্থীর ৷
উত্তরপ্রদেশের 403 আসনের বিধানসভায় 7 দফায় নির্বাচন ৷ আজ তার তৃতীয় দফা ৷ যেখানে 56টি কেন্দ্রের 627 জন প্রার্থীর ভাগ্য নির্ভর করছে 2 কোটি 16 লক্ষের বেশি ভোটারের উপর ৷ 15 হাজার 557টি পোলিং স্টেশনের 25 হাজার 794টি বুথে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে ৷ যেখানে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব লড়াই করছেন ৷ তিনি কারহাল বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ৷ আর এই কেন্দ্রে অখিলেশের প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় আইনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং বাঘেল ৷
আজ তৃতীয় দফার নির্বাচনের পর 23 ও 27 ফেব্রুয়ারি চতুর্থ ও পঞ্চম দফার নির্বাচন হবে উত্তরপ্রদেশে ৷ তার পর 3 ও 7 মার্চ শেষ দুই দফার ভোট ৷ ষষ্ঠ দফার ভোটের দিন অর্থাৎ, 3 মার্চ বাংলার মুখ্যমন্ত্রী বারাণসীতে প্রচারে যাচ্ছেন ৷ বারাণসীতে 7 মার্চ শেষদফায় ভোট রয়েছে ৷ সেখানে মোদির বারাণসী লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার সপা প্রার্থীদের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সপার তরফে জরকদমে সেই প্রচারসভার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ৷