কলকাতা, 18 জানুয়ারি : অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ ৷ মমতার সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে কিরণময় জানালেন, সপার হয়ে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee to campaign for Samajwadi Party) ৷ আগামী 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রচার ৷
এদিন কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে বৈঠক শেষে সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতি বলেন, "2021-এ এরাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে বিজেপি বিরোধী অন্যতম জাতীয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷" জানালেন, উত্তরপ্রদেশের নির্বাচনে আগামী 8 ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে লখনউতে ভার্চুয়াল সভা করবেন মমতা । তারপর রাজ্য দফতরে অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো ৷
এদিন উত্তরপ্রদেশে নির্বাচনে দলের হয়ে প্রচারে উপস্থিত থাকার অনুরোধ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অখিলেশ যাদবের দূত ৷ মিনিট দশেকের আলোচনার চলে দু'জনের একান্তে । তাতেই ঠিক হয় আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে সপা-র হয়ে প্রচার করতে উত্তরপ্রদেশে যাবেন মমতা ।