পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata to campaign for Samajwadi Party : উত্তরপ্রদেশ নির্বাচনে সপা-র হয়ে প্রচারে মমতা - Mamata Banerjee to campaign for Akhilesh Yadav

সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ বৈঠক করতে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ৷ বৈঠক শেষে জানালেন, সপার হয়ে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee to campaign for Akhilesh Yadav) ৷

Uttar Pradesh Assembly Election 2022
অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 18, 2022, 5:15 PM IST

Updated : Jan 18, 2022, 11:01 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ ৷ মমতার সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে কিরণময় জানালেন, সপার হয়ে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee to campaign for Samajwadi Party) ৷ আগামী 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রচার ৷

এদিন কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে বৈঠক শেষে সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতি বলেন, "2021-এ এরাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে বিজেপি বিরোধী অন্যতম জাতীয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷" জানালেন, উত্তরপ্রদেশের নির্বাচনে আগামী 8 ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে লখনউতে ভার্চুয়াল সভা করবেন মমতা । তারপর রাজ্য দফতরে অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো ৷

এদিন উত্তরপ্রদেশে নির্বাচনে দলের হয়ে প্রচারে উপস্থিত থাকার অনুরোধ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অখিলেশ যাদবের দূত ৷ মিনিট দশেকের আলোচনার চলে দু'জনের একান্তে । তাতেই ঠিক হয় আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে সপা-র হয়ে প্রচার করতে উত্তরপ্রদেশে যাবেন মমতা ।

মমতার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি কিরণময় নন্দ

কিরণময় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি বিজেপি বিরোধী জাতীয় রাজনীতির একটি অন্যতম মুখ । তাই আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি যে লড়াই করছে সেই লড়াইকে ত্বরান্বিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছে তাঁদের দলীয় প্রচারে উপস্থিত হতে ।"

কিরণময় নন্দর অভিযোগ, বিজেপি রাজ্যে ভোটের কোনও কাজ তাঁদের করতে দিচ্ছে না । পার্টি অফিসগুলি পুলিশ দিয়ে ঘিরে রেখেছে । দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে । সেই পরিস্থিতির মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে সমাজবাদী পার্টি । তাঁদের হয়েই এবার উত্তরপ্রদেশে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে শুধুমাত্র সমর্থনই, তৃণমূল কংগ্রেস সেখানে কোনও আসনে লড়বেন না বলেই এদিন জানান কিরণময় ৷ একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে যেভাবে সমাজবাদী পার্টি কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা না করে তৃণমূলকে সমর্থন করেছিল, তৃণমূলও উত্তরপ্রদেশে সেভাবেই সপাকে সমর্থন করবে ।

আর পড়ুন : TMC organizational election : ফেব্রুয়ারির শুরুতেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, জানালেন পার্থ

Last Updated : Jan 18, 2022, 11:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details