পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata backs Sourav: সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র' - জয় শাহ

সৌরভ প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, 'আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার (Mamata Banerjee slams BJP) ।' সেই খোঁচা যে অমিত-তনয় জয় শাহ'কে নিয়েই, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না (Sourav Ganguly exits as BCCI President) ।

Etv Bharat
Mamata slams BJP

By

Published : Oct 20, 2022, 10:08 PM IST

Updated : Oct 20, 2022, 11:02 PM IST

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যে এসে মমতা-সরকারের বিরুদ্ধে বারবার পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা । বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে, সৌরভকে সামনে রেখে সেই পরিবারতন্ত্রের খোঁচা ফিরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও সরাসরি কারও নাম বলেননি তিনি । মমতা এদিন বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে তিন বছর করে সময়সীমা বাড়ানো হল । একজন (জয় শাহ) থেকে গেল আর একজনকে (সৌরভ) বাদ দিয়ে দেওয়া হল (Sourav Ganguly exits as BCCI President) । কী অপরাধ তাঁর ? বাংলার ছেলে বলে ?" কিন্তু সেই খোঁচা যে অমিত-তনয় জয় শাহ'কে নিয়েই, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ।

সৌরভ প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, 'আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।' বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, তাঁকে যাতে আইসিসিতে পাঠানো হয় । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । শুধু সৌরভ নয়, এবার আইসিসি নির্বাচনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কাউকেই পাঠানো হয়নি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভারত থেকে দু'তিন জন এনটাইটেল ছিল । শেষ পর্যন্ত কাউকেই পাঠানো হচ্ছে না । এটাই খেলা । এনটাইটেল যারা ছিল তাদের দেওয়া হল না । মনে ওই পোস্টটা রেখে দেওয়া হল । যিনি আছেন তাঁকে দু'বছর সাপোর্ট দেওয়া হবে । তারপর বড় কাউকে নিয়ে আসা হবে । অন্যদের বেলায় দোষ, অন্যদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।"

মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

আরও পড়ুন: 'সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার', মহারাজ আইসিসি মনোনয়ন না-পাওয়ায় বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আজ লজ্জা হচ্ছে ভারতের প্রতিনিধিত্ব নেই । আমরা অংশগ্রহণ করলে তো আর অন্যেরা জিততে পারে না । কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে সৌরভকে দু'বছর বিসিসিআই-এ দিয়ে, তারপরে নয় তাঁর ছেলেকে পাঠানো যেত । তাহলে কেউ কিছু বলত না । রাজনীতিতে পরিবারের কাউকে নিয়ে এলে দোষ । ক্রিকেটে আপনারা পরিবারের কাউকে ঢোকালে তা দোষের নয় । এ কেমন রাজনৈতিক ফর্মুলা । যদি কোনও কিছু খারাপ হয়, তা সবকিছুতেই খারাপ । যোগ্যতা যার আছে তা সে পলিটিক্স হোক, অ্যাডমিনিস্ট্রেশন অথবা খেলাধুলা- আমার কোনও আপত্তি নেই । আজ তোমার ক্ষমতা আছে তাই সৌরভকে পদ দিলে না । কে বলতে পারে, 24-এ তোমরা ক্ষমতায় থাকলে না, তখন সৌরভই যাবে ।"

Last Updated : Oct 20, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details