পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Surajkund Chintan Shivir: স্বরাষ্ট্র মন্ত্রকের চিন্তন শিবিরের সূচনা অমিত শাহের, যোগ দিলেন না মমতা - bengal cm Mamata Banerjee

হরিয়ানার সুরজকুণ্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 2 দিনের চিন্তন শিবির (Surajkund Chintan Shivir) ৷ তাতে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমার ৷

ETV Bharat
Surajkund Chintan Shivir

By

Published : Oct 27, 2022, 9:29 PM IST

সুরজকুণ্ড, 27 অক্টোবর: আগেই শোনা গিয়েছিল দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হরিয়ানার সুরজকুণ্ডে 2 দিনের যে চিন্তন-শিবিরের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাতে যোগ না-দিয়ে কোনও প্রতিনিধি পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীও মমতা ৷ কেন্দ্র এই শিবিরে যোগ দেওয়ার জন্য দেশের প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন জানিয়েছিল ৷ কিন্তু বৃহস্পতিবার থেকে এই বৈঠক শুরু হয়ে গেলেও তাতে যোগ দেননি মমতা (Mamata Banerjee skips surajkund Chintan Shivir) ৷ বৈঠকে অবশ্য উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Mamata Banerjee) ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ না-দেওয়ায় তাঁর সঙ্গে অমিত শাহের দেখা হওয়ার সম্ভাবনা এ যাত্রায় আর রইল না ৷ মমতা এদিন অবশ্য কালীঘাটে ভাইফোঁটা নিয়ে ব্যস্ত ছিলেন ৷

বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই বৈঠকে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷ তিনিও বিহারের স্বরাষ্ট্র দফতর তাঁর হাতে রেখেছেন ৷ বিজেপি-র হাত ছেড়ে আরজেডি'র সঙ্গে জোট গড়ে সরকার গড়ার পর নীতীশ যে এই বৈঠকে যোগ দেবেন না, তা আগেই বোঝা গিয়েছিল ৷ বাস্তবে হয়েছেও তাই ৷ তবে মমতা-নীতীশ কুমার যোগ না-দিলেও এই বৈঠকে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশ, সিকিম, হরিয়ানা, কেরল, পঞ্জাব, অসম, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা ৷ তাঁদের হাতেও রয়েছে স্বরাষ্ট্র দফতর ৷

আরও পড়ুন: মোদির রাজ্যে আদিবাসী মন পেতে আসরে কংগ্রেস সভাপতি খাড়গে

2047 সালের মধ্যে দেশের নিরাপত্তা আরও কঠোর করতে কী কী পদক্ষেপ করতে হবে ও ব্যবস্থা নিতে মূলত সেই বিষয়েই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা (Surajkund Chintan Shivir) ৷ সাইবার ক্রাইম থেকে পুলিশের আধুনিকীকরণ, সীমান্ত ও আভ্যন্তরীণ নিরাপত্তা, নিরাপত্তা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ এই বৈঠকে যোগ দিয়েছেন প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি ৷

ABOUT THE AUTHOR

...view details