কলকাতা, 6 মে: এরাজ্যে এসে একাধিকবার 18 হাজার টাকা প্রতি মাসে কৃষক ভাতার কথা শুনিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএম কিসান অর্থাৎ প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প অনুযায়ী কৃষকদের যা প্রাপ্য তা তাঁরা পাননি ৷ পশ্চিমবঙ্গের কৃষকদের প্রাপ্য তাঁরা যে পাননি তা জানিয়ে গত 31 ডিসেম্বর চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে ৷ কোনও উত্তর পাননি ৷ তাই ফের চিঠি লিখলেন ৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বৃহস্পতিবার কৃষকদের প্রাপ্য চেয়ে মোদিকে এই চিঠি লিখলেন মমতা ৷
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় পাঁচ মাস আগে রাজ্যের তরফে পিএম কিসানের জন্য স্টেট নোডাল এজেন্সি তৈরি করা হয়েছে ৷ নিয়োগ করা হয়েছে স্টেট নোডাল অফিসার ৷ প্রকল্পের গাইডলাইন অনুযায়ী দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয় ৷ সবশেষে এসবই কৃষিমন্ত্রককে জানানো হয় সময়মতো ৷ মন্ত্রকের তরফে তা স্বীকৃতও হয় ৷
তারপরও এই প্রকল্পের আওতায় পড়া বাংলার প্রায় সাড়ে 9 লক্ষ কৃষক এই সুবিধা পাচ্ছেন না ৷ মমতা চিঠিতে উল্লেখ করেন, 6 নভেম্বর 2020-এ পাঠানো কৃষিমন্ত্রকের চিঠি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট 21 লক্ষ 79 হাজার কৃষক এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৷ তার মধ্যে 14 লক্ষ 91 হাজার ডেটা মন্ত্রকের পোর্টালে আপলেড করা হয় ৷ তার মধ্যে থেকে প্রায় সাড়ে 9 লক্ষ ডেটা এই পিএফএমএস-এর জন্য স্বীকৃত হয় ৷
এই কথা জানিয়ে মমতা নিজের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কথা উল্লেখ জানান ৷ তিনি বলেন, ‘‘গত 2018 সালের ডিসেম্বরে 57 লক্ষ 67 হাজার কৃষককে 1,496 কোটি টাকা দেওয়া হয় ৷ পাশাপাশি 2021-এর ফেব্রুয়ারি পর্যন্ত 242 কোটি টাকার ভাতা দিয়ে মৃত কৃষকদের পরিবারগুলিকে সাহায্য করা হয়েছে ৷’’ পাশাপাশি 60 বছরের কম কোনও কৃষকের মৃত্যু হলে তাঁদের পরিবারদের 2 লক্ষ টাকা করে রাজ্য সরকারের তরফে সাহায্যের কথাও উল্লেখ করেন ৷
আরও পড়ুন: শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর