কটক, 6 জুন: সোমবারের পর মঙ্গলবারও ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আবার তিনি বললেন, (রেল দুর্ঘটনা নিয়ে) সত্য সামনে আসুক । সত্য যেন ধামা চাপা না দেওয়া যায় । ইতিমধ্যেই রেল দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাত তথ্য সামনে এনেছে বিজেপি । রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি এই অন্তর্ঘাতের পেছনে তৃণমূল কংগ্রেসের যোগের কথা বলছেন । ঠিক তখনই প্রতিবেশী রাজ্যে গিয়ে রেল দুর্ঘটনায় আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে মমতা বললেন, সত্য সামনে আসুক । কী আশঙ্কা করছেন তিনি ? তাহলে কি সত্যগোপন করার মতো অভিযোগ করছেন বাংলার মুখ্যমন্ত্রী ?
ইতিমধ্যেই অন্তর্ঘাতের আশঙ্কায় রেল সিবিআই তদন্তের কথা বললেও বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ঐক্যবদ্ধভাবে রেলের ব্যর্থতাকেই সামনে আনা হচ্ছে । মঙ্গলবার সিবিআই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কার্যত বিজেপিকে ধুয়ে দিয়েছেন । সিবিআই তদন্ত নিয়ে টুইটে তিনি বলেছেন, ডেডলাইন মিস করে হেডলাইনে থাকার চেষ্টা করছে বিজেপি । যদিও এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিবিআই নিয়ে কোনও মন্তব্য করেননি । বরং তাঁর বক্তব্য, "যেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, আমরা চাই সত্য সামনে আসুক ।"
প্রসঙ্গত গত রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন থেকে রেল সেফটি কমিশনকে এড়িয়ে তদন্তকে একটা নির্দিষ্ট পথে চালিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবারই এই নিয়ে তিনি বলেন, "গত চার-পাঁচ বছরে রেলমন্ত্রী থাকাকালীন তিনিই যে পরিকাঠামো তৈরি করে এসেছিলেন তা আর রক্ষণাবেক্ষণ হয়নি । ফলে রেলের অবস্থার অবনতি হয়ে এই ঘটনা ঘটেছে । যাঁদের দায়িত্ব কাঁধে নেওয়ার কথা ছিল, তাঁরা দায়িত্ব না নিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে, অন্য কথা বলছে । এভাবে মিথ্যে বলে নিজেদের মুখ বাঁচানো যাবে না ।" মমতা বলেন, "এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এর জন্য আপনারা তো ক্ষমা চাইতে পারতেন । কিন্তু তা না করে অন্যকে দোষারোপ করে বেড়াচ্ছেন ।"