পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata says SRK victimised : হেনস্থার শিকার হয়েছেন শাহরুখ, মুম্বইয়ে গিয়ে সরব মমতা - মুম্বইয়ে গিয়ে সরব মমতা

মাস দুয়েক আগে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan Drug Case) ৷ প্রায় মাসখানেক জেল বন্দি থাকার পর তিনি জামিন পান ৷ এই নিয়ে অনেকেই সরব হয়েছেন ৷ আজ সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

mamata banerjee says that shahrukh khan victimized
Shahrukh Khan Victimized : হেনস্তার শিকার হয়েছেন শাহরুখ, মুম্বইয়ে গিয়ে সরব মমতা

By

Published : Dec 1, 2021, 4:07 PM IST

Updated : Dec 1, 2021, 9:12 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর : শাহরুখ খান হেনস্থার শিকার হয়েছেন (Shahrukh Khan Victimized) ৷ মুম্বইয়ে চৌহান সেন্টারে নাগরিক সমাজের মুখোমুখি হয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Mumbai) ৷

প্রসঙ্গত, মাস দুয়েক আগে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan Drug Case) ৷ প্রায় মাসখানেক জেল বন্দি থাকার পর তিনি জামিন পান ৷ এই নিয়ে অনেকেই সরব হয়েছেন ৷ আজ সরব হলেন মমতাও ৷

গতকাল মুম্বইয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠাসা কর্মসূচি নিয়ে তিনি হাজির হয়েছেন বাণিজ্যনগরীতে ৷ গতকাল পৌঁছেই তিনি চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে ৷ সেখানে পুজো দেওয়ার পর তিনি পৌঁছে যান পুলিশ মেমোরিয়ালে ৷

সেই কর্মসূচির পর তাঁর সঙ্গে বৈঠক হয় মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে ৷ বুধবার দুপুরে তিনি সাক্ষাৎ করেন মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে ৷ সেখানে মূলত ছিলেন বলিউডের শিল্পীরা ৷

আরও পড়ুন :Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে

সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানকে হেনস্থার অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, ‘‘মহেশজি (মহেশ ভাট) আপনাকে হেনস্থা করা হয়েছে ৷ শাহরুখকে হেনস্থা করা হয়েছে ৷ যদি আমাদের জিততে হয়, তাহলে আমাদের লড়াই করতে হবে, যেখানে প্রয়োজন সেখানেই সরব হতে হবে ৷ রাজনৈতিক দল হিসেবে আপনারা আমাকে পরামর্শ দিন, পথ দেখান ৷’’

Last Updated : Dec 1, 2021, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details