রাজাবালা (মেঘালয়), 22 ফেব্রুয়ারি:"মেঘালয় চালাবে কে ? দিল্লি বা গুয়াহাটি মেঘালয় চালাবে না ৷ মেঘালয় চালাবে, মেঘালয় (মেঘালয়ের মানুষ) ৷ আমরাও বাংলা থেকে মেঘালয় চালাতে আসব না ৷ কারণ আমরা আপনাদের বন্ধু ৷" বুধবার ভোটের প্রচারে (Meghalaya Assembly Election 2023) এসে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meghalaya Rally) ৷
এদিন মেঘালয়ের রাজাবালায় একটি জনসভা করেন তিনি ৷ সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় সাংসদ ডেরেক ও'ব্রায়েন থেকে শুরু করে মুকুল সাংমা প্রমুখ ৷ এদিনের ভোট প্রচারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করেন নেত্রী ৷ তাঁর সাফ কথা, মেঘালয়ের উন্নতি যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই ৷ এই প্রসঙ্গে মমতা বলেন, "মেঘালয়ে যদি উদীয়মান সূর্য ও মানুষের মুখে হাসি দেখতে চায় তাহলে সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷" পাশাপাশি তাঁর বার্তা কৃষক থেকে শুরু করে আদিবাসী মহিলা এবং যুবক-যুবতীদের ভালো রাখতে হলে সকলে মিলে তৃণমূলকে ভোট দিতে হবে ৷