লখনউ, 8 ফেব্রুয়ারি : অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks BJP) ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের ভোটারদের তিনি বললেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপি বিদায় হলে, দেশ থেকেও বিদায় হবে ৷’’ (mamata banerjee says if bjp loses in uttar pradesh then they will lose in country)
আগামী 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে বিধানসভার প্রথম দফার ভোট (Uttar Pradesh Assembly Election 2022) ৷ তার আগে মঙ্গলবার লখনউতে সমাজবাদী পার্টির এক ভার্চুয়াল সভায় হাজির হন মমতা (Mamata with Akhilesh Yadav) ৷ সেখানে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি ৷
উত্তরপ্রদেশের জনতার প্রতি মমতার আবেদন, ‘‘প্রতি দফার ভোটে একজোট হয়ে সমাজবাদী পার্টিকে জয়ী করুন ৷ বিজেপিকে হারান ৷ এই কথা বলতে লখনউতে এসেছি ৷’’ আগামী 3 তারিখ বারাণসীতেও প্রচারে আসার কথা জানান তৃণমূল নেত্রী ৷
এছাড়া তিনি উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার সংযোগের কথাও তুলে ধরেন ৷ পাশাপাশি মমতা জানান, তিনি ধর্ম দেখে কাউকে বিচার করেন না ৷ তিনি সাম্প্রদায়িক ভাবনায় বিশ্বাস করেন না ৷ তাঁর কাছে সবাই ভারতীয় (হিন্দুস্তানি) ৷ তাঁর অভিযোগ, বিজেপি উল্টো হিন্দুত্বের কথা বলে ৷