চেন্নাই (তামিলনাড়ু), 2 নভেম্বর: উন্নয়ন রাজনীতির থেকেও বড় ৷ বুধবার এই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি যখন এই মন্তব্য করলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) ৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের (West Bengal Governor La Ganesan) আমন্ত্রণে বুধবার চেন্নাই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তামিলনাড়ুর রাজধানীতে পৌঁছে তিনি সোজা চলে যান ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের বাড়িতে ৷ সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন মমতা ৷ সেখানে ডিএমকে (DMK)-র আরও দুই হেভিওয়েট নেতা কানিমোঝি ও এ রাজাও ছিলেন ৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যখন দু’জন রাজনৈতিক নেতা একসঙ্গে কথা বলেন, তখন আমরা অনেক কিছু নিয়েই কথা বলতে পারি, সেটা হয়তো মানুষের রাজনৈতিক স্বার্থে না হতে পারে ৷ কিন্তু সেখানে কিছু উন্নয়নের কথা থাকতে পারে ৷ অন্য অনেক কিছু থাকতে পারে ৷ আমি মনে করি উন্নয়ন রাজনীতির চেয়েও বড় ৷’’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কিছু নিয়ে মন্তব্য করতে চাননি মমতা ৷ এমনকী, তাঁকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়েও প্রশ্ন করা হয় ৷ তিনি সেই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে ব্যাখ্যা করেন ৷
উন্নয়ন রাজনীতির চেয়েও বড়, স্ট্যালিনের সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা আরও পড়ুন:গুজরাতে সেতু বিপর্যয়ের তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি মমতার