পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Slams Modi Govt: জোর করে বিল পাস করানোর চেষ্টায় কেন্দ্র ! সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মমতা - সংসদীয় গণতন্ত্র

বুধবার নয়াদিল্লিতে তৃণমূলের (Trinamool Congress) সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৈঠকের পর তিনি কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর অভিযোগ, জোর করে বিল পাস করানোর চেষ্টায় কেন্দ্র ৷ তিনি সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ৷

mamata-banerjee-says-centre-forcefully-pushing-through-bills-afraid-for-future-of-parliamentary-democracy
Mamata Slams Modi Govt: জোর করে বিল পাস করানোর চেষ্টায় কেন্দ্র ! সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মমতা

By

Published : Dec 7, 2022, 8:18 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আরও একবার কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) সমালোচনায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর দাবি, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে জোর করে সরকার সংসদে বিল পাস করানোর চেষ্টা করছে ৷ পাশাপাশি তিনি সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন ৷

মুখ্যমন্ত্রী গত সোমবার নয়াদিল্লি পৌঁছান ৷ সেদিনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ডাকা জি20 সম্মেলনের (G20 Summit) প্রস্তুতি বৈঠকে যোগ দেন ৷ মঙ্গলবার তিনি রাজস্থানের আজমের ও পুষ্করে যান ৷ বুধবার তৃণমূলের (Trinamool Congress) সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন ৷ লোকসভায় তৃণমূলের সাংসদ সৌগত রায়ের বাসভবনে এই বৈঠক হয় ৷

এদিনই সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) ৷ সেই নিয়েই বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী ৷ শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষে তৃণমূলের রণকৌশল নির্ধারণেই এই বৈঠক ডাকা হয়েছে ৷ ওই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী ৷

তাঁর অভিযোগ, এবারের অধিবেশনে এমন 16টি বিল পাস করানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, যেগুলি রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে ৷ এই প্রসঙ্গেই তিনি সংসদীয় গণতন্ত্রের (Parliament Democracy) ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ৷ আর বিজেপির সরকার গায়ের জোর সংসদে বিল পাস করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ৷

তিনি বলেন, ‘‘যদিও বা বিরোধীরা সরব হয়, তা সত্ত্বেও শাসক দল সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ভোটাভুটি ছাড়াই বিল পাস করিয়ে নিচ্ছে ৷ তারা স্ট্যান্ডিং কমিটি ও সিলেক্ট কমিটির রিপোর্টকেও গ্রহণ করছে না ৷ আমাদের আশঙ্কা যে আমাদের সংসদীয় গণতন্ত্র আদৌ রক্ষিত হবে তো ! এর সম্মান এখনও পর্যন্ত যা বজায় আছে, তা আদৌ থাকবে তো !’’

তিনি আরও জানান, গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে ৷ অনেক আদর্শ থাকবে ৷ কিন্তু সংসদীয় সংগরিষ্ঠতাই জেতে ৷ কিন্তু তার মানে এই নয় যে বিরোধীদের কণ্ঠস্বর, রাজ্য ও সংবাদমাধ্যমকে ধ্বংস করে দিতে হবে ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তৃণমূল কংগ্রেস বিজেপির (BJP) চোখে চোখ রেখে লড়াই করবে ৷ আর অন্য এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের সহযোগিতা করবে ৷

আরও পড়ুন:জি20-র প্রস্তুতি নিয়ে শুক্রে ফের বৈঠকে মোদি-মমতা

ABOUT THE AUTHOR

...view details