লখনউ, 7 ফেব্রুয়ারি : দেশবাসীর নজরে এখন উত্তরপ্রদেশ ৷ যোগী রাজ্যের বিধানসভা ভোটের (UP Assembly Elections) ফলাফল প্রভাব ফেলবে 2024-এর লোকসভা নির্বাচনে ৷ 10 ফেব্রুয়ারি প্রথম দফার ভোট উত্তরপ্রদেশে, তার আগে দু'দিনের সফরে উত্তরপ্রদেশ গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের চাপে রাখতে মমতার এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতেই উত্তরপ্রদেশ সফর মুখ্য়মন্ত্রীর। আজ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ আগামিকাল লখনউ থেকে দু'জন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবেন ৷ এরপর অখিলেশ ও মমতা যৌথ প্রচার করবেন । পাশাপাশি প্রচারের ফাঁকে বারাণসী যেতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা ৷ বিজেপিকে ধরাশায়ী করে বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোনা যাচ্ছে, এই সফরে অখিলেশকে গুরুমন্ত্র দিতে চলেছেন মমতা ৷ এদিন লখনও যাওয়ার আগে কলকাতায় মমতা বলেন, "আমি চাই উত্তরপ্রদেশে অখিলেশ জিতুক ৷ বিজেপি হারুক ৷"
বাংলায় মমতার 'খেলা হবে'-র আদলে উত্তরপ্রদেশে অখিলেশের 'খদেড়া হোগা' প্রচার চলছে ৷ 2021 সালের 27 অক্টোবর অখিলেশ যাদব 'খেলা হবে'-র আদলে উত্তরপ্রদেশের 'খদেড়া হোগা' (খেদানো হবে) স্লোগান তুলেছিলেন ৷ বাংলায় বিজেপির বিরুদ্ধে একার জোরে লড়ে সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেভাবেই বিধানসভা নির্বাচনের পুরো দায়িত্ব সামলাচ্ছেন অখিলেশ ৷