পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Assembly Elections 2022 : "অখিলেশ জিতুক, বিজেপি হারুক", সপাকে সমর্থন দিতে লখনউয়ে মমতা

উত্তরপ্রদেশ হয়েই দিল্লি দখলের লক্ষ্যে এগোতে চাইছেন মমতা (TMC Suprimo Mamata Banerjee), মত রাজনৈতিক মহলের ৷

UP Assembly Elections
সপাকে সমর্থন দিতে লখনউ পৌঁছলেন মমতা

By

Published : Feb 7, 2022, 10:15 PM IST

লখনউ, 7 ফেব্রুয়ারি : দেশবাসীর নজরে এখন উত্তরপ্রদেশ ৷ যোগী রাজ্যের বিধানসভা ভোটের (UP Assembly Elections) ফলাফল প্রভাব ফেলবে 2024-এর লোকসভা নির্বাচনে ৷ 10 ফেব্রুয়ারি প্রথম দফার ভোট উত্তরপ্রদেশে, তার আগে দু'দিনের সফরে উত্তরপ্রদেশ গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের চাপে রাখতে মমতার এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতেই উত্তরপ্রদেশ সফর মুখ্য়মন্ত্রীর। আজ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ আগামিকাল লখনউ থেকে দু'জন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবেন ৷ এরপর অখিলেশ ও মমতা যৌথ প্রচার করবেন । পাশাপাশি প্রচারের ফাঁকে বারাণসী যেতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা ৷ বিজেপিকে ধরাশায়ী করে বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোনা যাচ্ছে, এই সফরে অখিলেশকে গুরুমন্ত্র দিতে চলেছেন মমতা ৷ এদিন লখনও যাওয়ার আগে কলকাতায় মমতা বলেন, "আমি চাই উত্তরপ্রদেশে অখিলেশ জিতুক ৷ বিজেপি হারুক ৷"

বাংলায় মমতার 'খেলা হবে'-র আদলে উত্তরপ্রদেশে অখিলেশের 'খদেড়া হোগা' প্রচার চলছে ৷ 2021 সালের 27 অক্টোবর অখিলেশ যাদব 'খেলা হবে'-র আদলে উত্তরপ্রদেশের 'খদেড়া হোগা' (খেদানো হবে) স্লোগান তুলেছিলেন ৷ বাংলায় বিজেপির বিরুদ্ধে একার জোরে লড়ে সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেভাবেই বিধানসভা নির্বাচনের পুরো দায়িত্ব সামলাচ্ছেন অখিলেশ ৷

আরও পড়ুন : "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

একুশে বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করে বাংলায় কোনও প্রার্থী দেয়নি। একইভাবে এবার তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে অখিলেশকে সম্পূর্ণ সমর্থন করছে । সেই ধারাকে বজায় রাখতে যোগী রাজ্যে গিয়েছেন মমতা । একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জয়া বচ্চন কলকাতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে । এবার তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উত্তরপ্রদেশ গেলেন অখিলেশের দলের হয়ে প্রচারে ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতার এই সফর শুধু অখিলেশের দলকে সমর্থন করার জন্যই নয় ৷ জাতীয় রাজনীতিতে পা রাখার উদ্দেশ্য নিয়ে এগোনো মমতা উত্তরপ্রদেশ হয়েই তাঁর লক্ষ্যে পৌঁছাতে চান ৷ কারণ, তিনি ভালোভাবেই জানেন, উত্তরপ্রদেশে সপা সফলতা পেলে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে চেপে ধরা সহজ হবে ৷ যাই হোক, মমতার এই সফর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির জন্য কতটা লাভদায়ক হয়, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details