পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata reaches Goa : দুদিনের সফরে গোয়া পৌঁছলেন মমতা

আজ বিকেলেই গোয়া পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ থাকবেন দুদিন ৷ এই দুদিনের বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর ৷ পাশাপাশি গোয়ার তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা ৷

Mamata on visit to Goa
গোয়ায় মমতা

By

Published : Dec 12, 2021, 9:48 PM IST

Updated : Dec 12, 2021, 10:13 PM IST

পানাজি, 12 ডিসেম্বর : আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে দ্বিতীয়বারের জন্য গোয়া সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিকেলেই গোয়া পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ আগামী 13 ও 14 ডিসেম্বর সৈকত রাজ্যে থাকবেন তিনি ৷ এই দু'দিনে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর ৷ পাশাপাশি গোয়ার তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা ৷

বিধানসভা নির্বাচনের আগে গোয়াবাসীর মন জয় করতে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ গোয়ায় ক্ষমতায় এলে গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ যা নিয়ে কংগ্রেস ও বিজেপি উভয়ই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ৷ এই বিতর্কের মাঝেই দিন দুয়েকের মধ্যেই সৈকত রাজ্যে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো ৷ দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷

আরও পড়ুন : Goa TMC Griha Laxmi Scheme : গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের

আগামিকাল দুপুর 1টা নাগাদ ডোনা পলাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ৷ গোয়ার প্রথম সারির সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ ঘণ্টাখানেকের ওই বৈঠক সেরে গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা ৷ দুপুর তিনটে নাগাদ বেনাউলিমে জনসভা রয়েছে তাঁর ৷ দুদিনের সফরে মোট তিনটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ বেনাউলিম ছাড়াও বাকি দুটি জনসভা রয়েছে পাঞ্জিম এবং আসানোরাতে ৷

Last Updated : Dec 12, 2021, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details