পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির

Mamata proposes Kharge as INDIA bloc PM face: বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

INDIA meeting
'ইন্ডিয়া' জোটের বৈঠক

By PTI

Published : Dec 19, 2023, 6:55 PM IST

Updated : Dec 19, 2023, 7:21 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর এ কথা জানান এমডিএমকে নেতা ভাইকো ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেছেন বলে জানান তিনি ৷ যদিও খাড়গে বলেছেন, "আগে জিততে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, তারপর সাংসদরা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেবেন ৷"

উল্লেখ্য, ভাইকো যখন বলছেন যে, মমতা ও কেজরিওয়াল বিরোধীদের প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেছেন, ঠিক তখনই বৈঠকে উপস্থিত অন্যান্য নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, বৈঠকের সময় এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।

28 জন বিরোধী দলের নেতার উপস্থিতিতে দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তাঁর নাম প্রস্তাবিত হওয়ার পরে এ দিন খাড়গে বলেন, "আমি দরিদ্রদের জন্য কাজ করি । আগে জিতুক, তারপর দেখা যাবে । আমি কিছু চাই না ।" তিনি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন কি না, এ কথা যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় তখন জাতীয় কংগ্রেস প্রধান বলেন, "প্রথমে আমাদের জিততে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, তারপর সাংসদরা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেবেন ৷"

যদিও সোমবার দিল্লিতে পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন যে, জোটের প্রধানমন্ত্রীর মুখের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নির্বাচনের পরে নেওয়া হবে । তিনি বলেছিলেন, "যখন অনেক রাজনৈতিক দল একসঙ্গে থাকে, তখন এটি একটি গণতন্ত্র, বিভিন্ন রাজ্য, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন মতামত সঙ্গে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া হল একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা একসঙ্গে লড়াই করছি ৷ বিজেপির কোনও শরিক নেই । এনডিএ চলে গিয়েছে । আমরা সেরকম নই । নির্বাচনের পর আমাদের ফলাফল দেখতে হবে, তারপর প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করতে হবে, সেটাই ভালো হবে । সব দলই সিদ্ধান্ত নেবে ৷" মমতা আরও বলেন, "আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কীভাবে একটি দল জনগণ এবং মাতৃভূমির জন্য আরও ভালো কাজ করতে পারে । আপনাকে ভারতের জনগণকে অগ্রাধিকার দিতে হবে । এখন যা চলছে তা স্বৈরাচার, যা কারও কাম্য নয় ৷"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া'র বৈঠকে মমতা-অভিষেক, জট কাটিয়ে আসন সমঝোতা সম্ভব হবে ? উঠছে প্রশ্ন
  2. সুপ্রিয়া সুলে-শশী থারুর-সহ লোকসভা থেকে সাসপেন্ড আরও 49 সাংসদ, গত 2 দিনে 141
  3. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
Last Updated : Dec 19, 2023, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details