চেন্নাই, 3 নভেম্বর:চেনা গণ্ডীর বাইরে গিয়েও চেনা ভঙ্গিতেই ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাজালেন স্থানীয় বাদ্যযন্ত্র 'ছেন্দা' (Chenda) ৷ এর আগে বহুবার তৃণমূল সুপ্রিমোকে ঢাক বাজাতে দেখা গিয়েছে ৷ আদিবাসীদের সঙ্গে ধামসা, মাদলের তালে নাচতেও দেখা গিয়েছে তাঁকে ৷ বৃহস্পতিবার 'দিদি'র সেই রূপই দেখল চেন্নাই ৷ তাঁকে ছেন্দা বাজাতে দেখে খুশি হন শিল্পীরাও ৷ মমতাকে ছেন্দা বাজাতে উৎসাহও দেন তাঁরা ৷ প্রায় দেড় মিনিট ধরে লা গণেশনের বাড়ির ঠিক বাইরে ছেন্দা বাজান মমতা ৷
প্রসঙ্গত, এদিন চেন্নাইয়ের পারিবারিক বাসভবনে লা গানেশণের দাদার 80তম জন্মদিনের অনুষ্ঠান পালিত হয় ৷ এই উপলক্ষেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগদান করেন মমতা ৷ এদিনের অনুষ্ঠানে অভ্য়াগতদের স্বাগত জানানোর জন্য লা গণেশনের বাড়ির বাইরে বাজনা বাজানোর বন্দোবস্ত করা হয়েছিল ৷ স্থানীয় লোকশিল্পীরা স্থানীয় রীতি মেনে ছেন্দা বাজিয়ে সকলকে অভিবাদন জানাচ্ছিলেন ৷ মমতাকেও একইভাবে স্বাগত জানানো হয় ৷ মমতাও হাসিমুখে এগিয়ে যান শিল্পীদের দিকে ৷ তাঁদের কাছ থেকে ছেন্দার কাঠি চেয়ে নিয়ে বাজাতে শুরু করেন তিনি ৷ তারপর সেই কাঠি শিল্পীদের ফিরিয়ে ঢুকে যান রাজ্যপালের পারিবারিক বাসভবনে ৷ মমতার এই 'অবতার' মুগ্ধ করেছে উপস্থিত সকলকেই ৷