পট্টনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ; ওড়িশা পৌঁছে জানালেন মমতা ভুবনেশ্বর, 21 মার্চ: ওড়িশা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে ৷ তবে, বিমানবন্দর থেকে বেরিয়ে মমতা জানান, বৃহস্পতিবার নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন তিনি (Mamata Banerjee Meets Naveen Patnaik on Thursday) ৷ তাঁর আগে কোনও রাজনৈতিক কর্মসূচি তাঁর নেই ৷ বুধবার তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবেন ৷ তবে, পট্টনায়েকের সঙ্গে তাঁর সাক্ষাৎ কেবলই সৌজন্যমূলক বলে দাবি করলেন মমতা ৷
ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী টিকে বেহেরা বাংলার মুখ্য়মন্ত্রীকে স্বাগত জানান বাইজু পট্টনায়েক বিমানবন্দরে ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তিনি দাবি করেছেন, তাঁর এই সফর কেবলমাত্র পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য ৷ এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই ৷ এমনকি আজ পুরীর একটি হোটেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সফরসঙ্গীদের থাকার ব্যবস্থা করেছে ওড়িশা প্রশাসন ৷ পুরীর পুলিশ সুপার নিজে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখছেন ৷
কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরকে রাজনৈতিক না-বললেও, তাঁর 3 দিনের ওড়িশা সফরের পিছনে আগামী বছরের লোকসভা নির্বাচনের যোগ রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটকে একছাতার তলার আনতে সচেষ্ট রয়েছেন মমতা ৷ সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কালীঘাটে মমতার সঙ্গে দেখা করেন ৷ সেখানে দু’পক্ষের মধ্যে বিস্তর আলোচনাও হয় বলে সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে মমতার ওড়িশা সফর বিজেপি বিরোধী জোটের হাওয়াকে আরও প্রকট করছে ৷
আরও পড়ুন:আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু, কটাক্ষ মমতার
জোট নিয়ে বিজেডি প্রধানের সঙ্গে আলোচনা হবে বলেই সূত্রের খবর ৷ কিন্তু, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে ? সেনিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় রাজনীতির একাংশ ৷ ভুবনেশ্বরে বৃহস্পতিবার বিকেল সাড়ে 4টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন ৷ উল্লেখ্য, সংবাদ সংস্থা পিটিআই-কে এক শীর্ষস্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, বিজেপি বিরোধী জোটের চালিকাশক্তি হলেন মমতা ৷ আর তাই 2024 লোকসভা নির্বাচন নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতেই পারে বলে মনে করেন ওই তৃণমূল নেতা ৷