ভুবনেশ্বর, 23 মার্চ: লক্ষ্মীবারে জগন্নাথের রাজ্য়ে 'সৌজন্য সাক্ষাৎ' সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Mamata Naveen Meeting) ৷ তবে, সেই সৌজন্য সাক্ষাতের মধ্য়েই রাষ্ট্রের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা হল তাঁদের মধ্যে ৷ কথা হল, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অটুট রাখার পন্থা এবং প্রয়োজনীয়তা নিয়েও ৷
দিনকয়েক আগেই কলকাতার কালীঘাটের বাড়িতে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন মমতা ৷ আর বৃহস্পতিবার তিনি দেখা করলেন নবীনের সঙ্গে ৷ এদিন বিকেল 4টে 30 মিনিট নাগাদ ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে পৌঁছে যান মমতা ৷ তাঁকে সাদর অভ্যর্থনা জানান নবীন ৷ প্রতিবেশী দুই রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে কুশল বিনিময় হয় ৷ কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে ৷ যার মধ্যে অন্যতম হল, ওড়িশার মাটিতে (পুরীতে) বাংলার নতুন গেস্ট হাউস তৈরি সংক্রান্ত আলোচনা ৷
বৈঠকের পর ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, এদিন তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনও গভীর আলোচনা হয়নি ৷ তবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে চিরস্থায়ী এবং দৃঢ় থাকা দরকার, তা নিয়ে মমতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান নবীন ৷ অন্যদিকে মমতা বলেন, "ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নবীনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা তিনি সমর্থন করেন ৷" পাশাপাশি, দেশের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার নিয়েও কথা হয় তাঁদের মধ্যে ৷ আর এই জায়গা থেকেই এদিনের বৈঠককে কেবলমাত্র 'সৌজন্য সাক্ষাৎ' বলে মানতে রাজি নয় ওয়াকিবহাল মহল ৷