কলকাতা, 21 মার্চ:অখিলেশ যাদবের পর এবার এইচ ডি দেবগৌড়ার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ! আগামী শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Kumaraswamy Meeting) ৷ তাই আবারও সারা দেশের নজর থাকবে কালীঘাটের ওই টালির চালায় ৷ কারণ, সংশ্লিষ্ট বৈঠকটি হবে সেখানেই ৷
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ইদানীংকালে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ছে ৷ এই প্রেক্ষাপটে কংগ্রেস এবং বিজেপিকে সরিয়ে আঞ্চলিক শক্তিগুলিকে এক জায়গায় আনার কাজ শুরু করেছেন মমতা ৷ তাঁর এই প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনাও শুরু হয়েছে ৷ বিরোধী শিবিরের একাংশ এই মুহূর্তে বিজেপি বিরোধিতার পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও সমদূরত্বের কথা বলছেন ৷ আর সেই পরিস্থিতিতেই জনতা দল সেক্যুলারের নেতা এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) সঙ্গে বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার ওডিশা রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা নিজেই জানিয়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee) ৷ গোবলয়ের গুরুত্বপূর্ণ মুখ অখিলেশ যাদবের পর, দক্ষিণী রাজনীতিতে গ্রহণযোগ্য নাম কুমারস্বামীর তাঁর দুয়ারে আসার ঘটনা দিল্লির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর গুরুত্ব আরও কিছুটা বাড়াবে বলেই মনে করা হচ্ছে ৷