নয়াদিল্লি, 24 নভেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সম্মেলনে (Bengal Global Business Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee invites Narendra Modi) ৷ বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি মোদিকে আমন্ত্রণ জানান ৷
এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক হয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে৷ বৈঠকের পর বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক বিরোধ যতই থাক, কেন্দ্র রাজ্য সম্পর্কে যেন এর প্রভাব না পড়ে ৷ তিনি সেই কথাই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ৷ সেই সঙ্গে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit 2022) প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মমতা (Mamata invites Modi to BGBS) ৷ মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee Wants to Go to Haryana: "ডাকলে আমি হরিয়ানাতেও যাব", দিল্লি থেকে ঘোষণা মমতার