পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 23, 2023, 5:06 PM IST

Updated : Jun 23, 2023, 5:24 PM IST

ETV Bharat / bharat

Opposition Meeting: পটনার বৈঠক থেকেই দেশে নতুন ইতিহাস তৈরি হবে, চূড়ান্ত আত্মবিশ্বাসী মমতা

24-এর আগে পটনার বৈঠক থেকে চূড়ান্ত আত্মবিশ্বাসী মমতা ৷ বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের জন্য সব দল যে প্রস্তুত, তার স্পষ্ট ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো ৷

Etv Bharat
চূড়ান্ত আত্মবিশ্বাসী মমতা

এই বৈঠক থেকেই নতুন ইতিহাস তৈরি হবে : মমতা

পটনা, 23 জুন:নজরে 24-এর ভোট, আর পটনায় সেই ভোটে বিরোধীদের প্রস্তুতি বৈঠক থেকে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে যেমন সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পাশাপাশি বাংলায় বিজেপি রাজভবনকে কাজে লাগিয়ে রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করলেন মমতা ৷ তবে বিজেপির বিরুদ্ধে যে সব বিরোধী দল ঐক্যবদ্ধভাবেই লড়বে, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তাঁর কথায়, "বিজেপি ইতিহাস বিকৃত করে ৷ আর আমরা ইতিহাস গড়ি ৷ এই বৈঠক থেকেই নতুন ইতিহাস তৈরি হবে ৷"

উল্লেখ্য, 24-এর লোকসভা ভোটে বিরোধী জোটের প্রথম বৈঠক শুক্রবার পটনায় অনুষ্ঠিত হয় ৷ 17টি অবিজেপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও বৈঠকে ছিলেন 6টি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ আর এই মেগা বৈঠক থেকেই মূলত বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোট ম্য়াপ তৈরি করাই ছিল মূল লক্ষ্য ৷ আর সেই লক্ষ্যে যে বিরোধীরা সফল তা খোদ মমতার কথা থেকেই এদিন স্পষ্ট হয়ে গিয়েছে ৷

এর আগে একবার বিরোধী বৈঠকের সিদ্ধান্ত হলেও তা বাতিল হয় ৷ সেক্ষেত্রে জেডিইউ-এর তরফে জানানো হয়েছিল, মূলত কংগ্রেসের তরফে রাহুল গান্ধি বা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সেই বৈঠকে থাকার ব্যাপারে সিদ্ধান্ত জানাননি ৷ এরপরই 23 জুন ফের বৈঠকের দিন স্থির হয় ৷ একই সঙ্গে, বৈঠকে রাহুল-খাড়গের সঙ্গেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও নিশ্চিৎ করা হয় জেডিইউয়ের তরফে ৷ সেই মতো পটনায় বৈঠকের নির্ধারিত দিনের একদিন আগেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর পটনায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, একের বিরুদ্ধে এক নীতিতে লড়াই করতে হবে ৷ এবং এদিনের বৈঠকে তা নিয়ে যে তিনি সওয়াল করবেন, তাও স্পষ্ট করে দিয়েছিলেন মমতা ৷

আরও পড়ুন:তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস, পটনায় আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

আর এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রীর আত্মবিশ্বাসী মুখ এবং অভিব্যক্তি দেখে, স্পষ্ট যে বিরোধী বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ অন্তত রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যে কোনও রাজনৈতিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্তুষ্ট হয়ে বের হয়ে আসেন, এমন নজির খুব একটা নেই ৷ বরং এদিন অবিজেপি বিরোধী জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর গলায় বিরোধী ঐক্য নিয়ে যে আত্মবিশ্বাস শোনা গেল, তা থেকে এটা অন্তত পরিস্কার হয়ে গিয়েছে, বৈঠকের অ্যাজেন্ডা এবং সিদ্ধান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব মিলে গিয়েছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব ৷ আমাদের রক্ত বয়ে যাক, তবে আমরা দেশ ও জনগণকে রক্ষা করবই। পরবর্তী সভা শিমলায় অনুষ্ঠিত হবে।" একই সঙ্গে তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা এবং কথা বলা ৷"

Last Updated : Jun 23, 2023, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details