মুম্বই, 1 ডিসেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট 10 বছর ভারত শাসন করেছে, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুম্বইয়ে তিনি বৈঠক করেন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে (Mamata Meets Pawar) ৷ সেই বৈঠকের পর পাওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷
তাঁর দাবি, আগামিদিনে নতুন করে বিজেপি বিরোধী জোট তৈরি হবে ৷ যারা বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই করছে, তারাই ওই জোটে থাকবে ৷ কারণ, তাঁর মতে, দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার ৷
এদিন একই কথা শোনা গিয়েছেন শরদ পাওয়ারের মুখেও ৷ মারাঠি এই নেতাও বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’
শরদ পাওয়ার বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করাই তাঁর (মমতার) লক্ষ্য ৷ সেই উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন৷ সেই নিয়েই আলোচনা হয়েছে ৷’’ এর পরই তিনি বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন যে বঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় রাজনীতিতে মোদি-বিরোধী মুখ হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ তাই 2024-এ বিজেপিকে হারাতে পারলে অনেকে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৷