পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee : দুয়ারে হাঁসের পালক থেকে কাশফুলের বালিশ-বালাপোশ, শিল্প গড়তে একগুচ্ছ পরামর্শ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর পরামর্শ, কাশফুলকে কাজে লাগিয়ে তৈরি হবে বালিশ-বালাপোশ ৷ অন্যদিকে শাটল কক শিল্প বাড়াতে শুরু হবে দুয়ারে হাঁসের পালক প্রকল্পও ৷

Mamata Banerjee
শিল্প গড়তে একগুচ্ছ পরামর্শ মুখ্যমন্ত্রীর

By

Published : Nov 18, 2021, 10:30 PM IST

হাওড়া, 18 নভেম্বর : শরৎকালে রাজ্যের বিশেষ আকর্ষণ কাশফুল ৷ তাকেও এবার শিল্পের কাজে ব্যবহার করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাওড়া জেলার শরৎসদনে অ্যাডমিনিষ্ট্রটিভ বৈঠকে তিনি জানালেন, প্রচুর টাকায় বিক্রি হতে পারে কাশফুলের তৈরি বালিশ ও বালাপোশ ।

প্রশাসনিক বৈঠকে জেলার সমস্ত দফতরের থেকে তাদের কাজের খতিয়ান চান মুখ্যমন্ত্রী । হাওড়া ভূমি দফতরের কাজে গাফিলতি হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে বলতে শোনা যায়, ‘‘কারা এত বড় বড় নেতা দেখি একটু । ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছে করে ডিলে করিয়ে দিচ্ছে । আগে আমরা একটা সিস্টেম করেছিলাম । সেটা বন্ধ হয়েছে কেন ? কার নির্দেশে হয়েছে ?’’ কাজের খতিয়ান শুনে মমতা জিজ্ঞেস করেন কেন দীর্ঘদিন ধরে না হওয়া কাজ পড়ে রয়েছে ।

এরপরেই জেলার শিল্প সম্ভাবনার কথায় আসেন মমতা । জিআইএস গ্রুপের প্রস্তাবিত শিল্পের কথা শুনতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা বাংলা ডেয়ারি করছি । চাইলে আইনত যেকোনও সংস্থা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন ।’’ কাশফুলকেও কোনও শিল্পের কাজে লাগানো যায় কিনা তা কারিগরি দফতরকে ভাবতে বলেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, “কেমিক্যাল দিয়ে রিসার্চের ব্যাপার আছে জানি । তবে কাজে লাগতে পারে । এগুলো সময়ে হয়, সময়ে ঝরে যায় । কিন্তু বালাপোশ, বালিশ হতে পারে এগুলো দিয়ে । যাঁদের সামর্থ্য আছে প্রচুর টাকা দিয়ে কিনবেন ।”

আরও পড়ুন : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ

বৈঠকে উপস্থিত উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের এক সদস্য জানান, ‘‘উলুবেড়িয়ায় একাধিক ক্লাস্টার আছে । তার মধ্যে গুরুত্বপূর্ণ শাট্যল কর্ক ক্লাস্টার ।’’ তিনি জানান, ভারতের আর কোথাও ক্লাস্টারে তৈরি হয় না শাট্যল কক । একমাত্র চিন থেকে আসে নাহলে কোনও ফ্যাক্টরিতে তৈরি হয় । এর জন্য হাঁসের পালকের দরকার হয় । তাঁর দেওয়া প্রস্তাব লুফে নেওয়ার ভঙ্গিতে মমতা বলেন, “ইট’স আ গুড আইডিয়া । হাঁসের পালক । তোমরা তো এখন হাঁসের পোল্ট্রি করছ । এখন তো গ্রামে-গঞ্জে হাঁস আছে । সেল্ফ হেল্প গ্রুপকে হাঁসের পালকটা সংগ্রহ করতে বলো ।’’ আমলার উদ্দেশে হেসে বলেন, ‘‘এবার দুয়ারে হাঁসের পালক ৷’’

ABOUT THE AUTHOR

...view details