পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata-Modi Meeting: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার - মমতা বন্দ্যোপাধ্য়ায়

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সূত্রের দাবি, এই একান্ত বৈঠকে রাজ্যের বকেয়া জিএসটি (GST Dues)-সহ নানা ইস্যুতে দুই প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হয় ৷

Mamata Banerjee demands to clear all GST Dues during meeting with Narendra Modi
Mamata-Modi Meeting: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার, দাবি সূত্রের

By

Published : Aug 5, 2022, 6:03 PM IST

Updated : Aug 5, 2022, 6:36 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: রাজ্যের বকেয়া জিএসটি (GST Dues)-সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দেখা করেন মমতা ৷ দু'জনের মধ্যে বৈঠক চলে বেশ কিছুক্ষণ ৷

এদিনের এই বৈঠক নিয়ে গত কয়েক দিন ধরেই চড়ছে রাজনীতির পারদ ৷ বিরোধীদের অভিযোগ, ইডি, সিবিআই-এর হাত থেকে বাঁচতেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মমতা ৷ বাম, কংগ্রেস অবশ্য এখনও তাদের 'সেটিং' তত্ত্বে অনড় রয়েছে ৷ উলটোদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের যে কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে, তা আদায় করতেই মমতার এই দিল্লি সফর ৷ তাছাড়া, আগামী রবিবার নীতি আয়োগের বৈঠকেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন:Mamata-Modi Meeting: দিল্লিতে মোদি-মমতা বৈঠক শুরু

এই প্রেক্ষাপটে শুক্রবার যথা সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মমতা ৷ সাদা রঙের চারচাকা গাড়িতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সবসময়ের মতো এদিনও তিনি বসেছিলেন গাড়ির সামনের বাঁদিকের আসনে ৷ সূত্রের দাবি, এদিনের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন মোদি ও মমতা ৷ মোদিকে 'দিদি' জানিয়েছেন, জিএসটি বাবদ রাজ্যের অনেক টাকা বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের কাছে ৷ এ নিয়ে দিল্লির কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয়নি ৷ যত দ্রুত সম্ভব মোদিকে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন করেন মমতা ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে দিল্লিতে সব মিলিয়ে চারদিন থাকবেন মমতা ৷ তাঁর সঙ্গে অবিজেপি এবং অকংগ্রেসি বিভিন্ন দলের নেতানেত্রীদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেইসঙ্গে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ৷ প্রসঙ্গত, গত বছর নীতি আয়োগের বৈঠকে ডাক পেলেও তাতে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তাই, একদিকে যখন নিয়োগ দুর্নীতির জেরে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হলেন, ঠিক সেই সময়েই মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ বিরোধী শিবিরকে সমালোচনার রসদ জুগিয়েছে ৷ যদিও তৃণমূলের বক্তব্য, আগামী 7 অগস্ট নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের বকেয়া জিএসটি মেটানোর দাবি তুলবেন মমতা ৷ তাঁর দলের বার্তা, রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থেই তৃণমূল সুপ্রিমোর এবারের এই দিল্লি সফর ৷

Last Updated : Aug 5, 2022, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details