পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee: 'ইন্ডিয়া' জিতবে বিজেপি হারবে, নয়া জোটের নামে উচ্ছ্বসিত মমতা

দেশে বিজেপি বিরোধী নয়া জোটের নাম 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' ৷ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে এই নয়া জোটের নাম ঘোষণা করা হয় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 18, 2023, 4:49 PM IST

Updated : Jul 18, 2023, 6:41 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বেঙ্গালুরু, 18 জুলাই:দেশে বিজেপি বিরোধী নয়া জোটের নাম মঙ্গলবার ঘোষিত হল বেঙ্গালুরু থেকে ৷ নয়া জোটের নাম 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ' বা 'ইন্ডিয়া' ৷ এই নাম নিয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "খুব ভালো, গঠনমূল, ফলপ্রসূ বৈঠক হয়েছে ৷ ইউপিএ ছিল, এনডিএ'র বর্তমানে কোনও অস্তিত্ব নেই ৷ আমাদের নতুন জোটের নাম 'ইন্ডিয়া' ৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের কাজ সরকার কেনাবেচা করা ৷ আমরা বিজেপি, এনডিএ-কে চ্যালেঞ্জ করছি ৷ আপনাদের ক্ষমতা আছে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার ? এবার 'ইন্ডিয়া' জিতবে বিজেপি হারবে ৷"

সোম ও মঙ্গলবার দু'দিন ধরে বিরোধী জোটের বৈঠক হয়েছে বেঙ্গালুরুতে ৷ এই বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলগুলির নেতৃত্ব ৷ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে যোগ দেন রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খাড়গে, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, প্রমুখ ৷ এদিন প্রথমে কংগ্রেস সভাপতি খাড়গে বিরোধী জোটের নাম ঘোষণা করেন ৷ এরপর মমতা তাঁর ভাষণে আরও বলেন, বিজেপি কথায় কথায় 355 ধারা 356 ধারার ভয় দেখায় এবার বিরোধীরা মিলে এনডিএ-র বিরুদ্ধে 420 ধারা বসিয়ে দিল ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে এই বিরোধী জোট গঠন করা হয়েছে ৷ এরপর এই 'ইন্ডিয়া' নামের ব্যানারের তলাতেই একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচি গঠন করা হবে ৷ তাঁর কথায়, "দেশ বিক্রির জন্য, গণতন্ত্র বিক্রির জন্য দরদাম করছে বিজেপি ৷ আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসী ৷ আমরা কাজ করব কৃষক, শ্রমিক সবার স্বার্থে ৷ ভারতকে বিপর্যয়, অত্যাচারের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: 'মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই ', বিরোধীদের বৈঠক শেষে বার্তা রাহুলের

এদিন 26টি বিরোধী দলের বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, খুব শীঘ্রই মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠক বসবে ৷ গঠিত হবে 11 সদস্যের এককটি পরিচলন কমিটিও ৷ এছাড়াও জোটের কর্মসূচি, আসন রফা, প্রচার নিয়ে আরও বেশকিছু কমিটি গঠন করা হবে বলেও এদিন জানিয়েছেন খাড়গে ৷

Last Updated : Jul 18, 2023, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details