পশ্চিমবঙ্গ

west bengal

Mamata on Alternative of BJP : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

By

Published : Dec 13, 2021, 5:01 PM IST

Updated : Dec 13, 2021, 7:36 PM IST

গোয়া সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল (Mamata Banerjee claims TMC wants to be an alternative of BJP in Goa) ৷

mamata banerjee claims tmc wants to be an alternative of bjp in goa
Mamata on Alternative of BJP : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

পানাজি, 13 ডিসেম্বর : আগেরবার গোয়ার মাটিতে দাঁড়িয়ে মমতা বলে এসেছিলেন গোয়া দিল্লি থেকে পরিচালিত হবে না । গোয়া শাসন করবে গোয়ার মানুষই । শুধু তৃণমূল কংগ্রেস সেখানে মানুষের ক্ষমতায়নে অনুঘটকের ভূমিকা পালন করতে চায় ।

সোমবার গোয়ার মাটিতে দাঁড়িয়ে আরও একবার সেই কথাই স্মরণ করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এই সৈকত রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট ভাগ করতে আসেননি । তিনি বলেন, ‘‘আমি ভোট ভাগাভাগি করতে আসিনি । আমি ভোট ঐক্যবদ্ধ করতে এসেছি । তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের জোটকে জেতাতে এসেছি । (Mamata Banerjee claims tmc wants to be an alternative of BJP in Goa)’’

ত্রিপুরার পুরভোটে খুব একটা আশানুরূপ ফল হয়নি তৃণমূলের । তাই এবার তৃণমূল সুপ্রিমোর সব নজর সৈকত রাজ্য গোয়ায় । মাস দুয়েক পরই গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে । আর তৃণমূলের জাতীয় স্তরে সংগঠন সম্প্রসারণের লড়াইয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ গোয়া । আর সেই লড়াইয়ে বন্ধু দলগুলির বিরুদ্ধে যেতেও যে তিনি তৈরি, আজ ঠারেঠোরে সেই কথাই আবারও বুঝিয়ে দিলেন ।

তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপির বিকল্প শক্তি হতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলী জোট । যদি কেউ আমাদের সমর্থন করতে চায়, তাহলে সেই সিদ্ধান্ত তাদের উপর । আমাদের তো সিদ্ধান্ত হয়ে গিয়েছি । লড়াই হবে, কিন্তু কোনওভাবেই লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়া হবে না ।”

মুম্বই সফরে এনসিপি নেতা শরদ পাওয়ারের পাশে দাঁড়িয়ে ইউপিএ জোটকে একেবারে অস্বীকার করেছিলেন মমতা ৷ একই সঙ্গে সমান্তরাল বিজেপি বিরোধী জোটের বার্তাও দিয়েছিলেন । কিন্তু তারপর থেকেই শিবসেনাকে দেখা গিয়েছে কংগ্রেসের পাশে দাঁড়াতে । ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও ইঙ্গিত দিয়ে রেখেছে, আসন্ন লোকসভা নির্বাচনে তারা কংগ্রেসের পাশেই থাকবে ।

এই পরিস্থিতিতে মমতা জাতীয় রাজনীতিতে বন্ধু হারাতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছিল । কিন্তু আজ গোয়ায় মমতা বুঝিয়ে দিলেন, তিনিও হাল ছাড়বেন না । তৃণমূলী জোট যে থাকবেই, সেই কথা আজ স্পষ্ট করে দিয়েছেন মমতা । বললেন, ‘‘আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যদি কেউ এই জোটের সঙ্গে আসতে চায়, তাদের স্বাগত ।’’ এদিন তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, বিজেপি বিরোধিতায় অন্য কোনও দল তৃণমূলকে সমর্থন করতেই পারে, কিন্তু নেতৃত্ব থাকবে ঘাসফুল শিবিরের হাতেই ।

আরও পড়ুন :charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

তৃণমূল নেত্রীর কথায়, “আমরা এখানে জিততে এসেছি । অন্য দল বিজেপির বিরোধী লড়াই করতে পারলে আমরা এখানে আসতাম না । কিন্তু কেউ লড়াই করতে পারে না ।” কংগ্রেসের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তা, ‘‘আপনারা আমাদের রাজ্যের সব ভোটে লড়াই করছেন । তখন কোনও সমস্যা হয় না ? আমরাও তাই ভাবলাম এখানে লড়াই করি ।”

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান তুলেছিল তৃণমূল ৷ এবার খেলা জাটলো নামে গোয়ায় স্লোগান তুলল বিজেপি ৷ এবারের ভোটে গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূল জোট গড়েছে ৷

Last Updated : Dec 13, 2021, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details