মুম্বই, 2 জুলাই: ভাইপোর 'গদ্দারি'তে ব্যথিত কাকা শরদ পাওয়ারকে ফোন করে সমবেদনা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে, এই পরিস্থিতিতে এনসিপি প্রধানের পাশে থাকার বার্তাও দিয়েছেন মমতা ৷ রবিবার শরদ নিজেই জানিয়েছেন তাঁকে ফোন করেছিলেন মমতা-সহ অন্য়ান্য বিরোধী দলের নেতারা ৷
এদিন আচমকাই প্রফুল্ল প্য়াটেল-সহ একাধিক এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন রাজ্যের এনডিএ সরকারে যোগ দেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ৷ একইদিনে রাজ্য়ের উপমুখ্যমন্ত্রী পদে শপথও নেন অজিত পাওয়ার ৷ তাঁর সঙ্গেই মন্ত্রী পদে শপথ নেন এনসিপি থেকে সদ্য এনডিএ-তে যোগ দেওয়া 9 জন বিধায়ক ৷ এরপরই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করেন শরদ ৷ এদিন তাঁর নিশানায় ছিলেন মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শরদের স্পষ্ট অভিযোগ, প্রধানমন্ত্রী ভয় দেখিয়েছিলেন ৷ আর তারপরই তৎপর হয়েছে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি ৷ সেই ভয়েই দল ছেড়েছেন অজিত পাওয়াররা ৷ এর সঙ্গেই তাৎপর্যপূর্ণবাবে শরদ পাওয়ার জানান, বিরোধী দলের বেশ কয়েক জনের থেকে তাঁর কাছে ফোন এসেছে ৷ এদিন শরদ পাওয়ার বলেন, "আমি অনেক লোকের কাছ থেকে বেশ কিছু ফোন কল পেয়েছি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি এবং অন্যরাও আমাকে ফোন করেছেন। তাঁরা সকলেই আমার পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ আজ যা হয়েছে তা নিয়ে আমি চিন্তিত নই। আমি ওয়াই বি চাভনের (মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী) আশীর্বাদ নিয়ে একটি জনসভা করব শনিবার ৷"