বেঙ্গালুরু, 17 জুলাই:প্রথমে না-করেও শেষ পর্যন্ত সোনিয়া গান্ধির অনুরোধ উপেক্ষা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নৈশভোজে গেলেন তিনি ৷ ছিলেন 30 মিনিটের মতো ৷ আর বিরোধী জোটের বৈঠক থেকে বেরিয়ে বললেন, "বৈঠক ভালো হয়েছে ৷" সব মিলিয়ে সোমবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে খোশ মেজাজেই দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷
মমতা-সোনিয়া রসায়ন যে এখনও অটুট তা সোমবার বিরোধী জোটের বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গেল ৷ তৃণমূল কংগ্রেসের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে থাকলেও নৈশভোজে উপস্থিত থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যা নিয়ে সংবাদমাধ্যমে জল্পনা কম হয়নি ৷ কিন্তু শেষ পর্যন্ত সোনিয়ার অনুরোধ ফেলতে পারলেন না মমতা। সোনিয়া গান্ধির অনুরোধ রেখে প্রায় 30 মিনিট পর্যন্ত ডিনারে ছিলেন তিনি ৷
23 জুন পটনার বিরোধী বৈঠকের পর কংগ্রেসের নেতৃত্বে বেঙ্গালুরুতে বৈঠকে বসে অবিজেপি 26টি দলের শীর্ষ নেতৃত্ব ৷ ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, জেডিইউ সভাপতি নীতীশ কুমার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর দু'দিনের এই বৈঠকে এদিন নৈশভোজের আয়োজন করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ যদিও হঁটুর অস্ত্রোপচারের কারণে চিকিৎসকদের একাধিক বিধিনিষেধ থাকার দরুণ সেই ভোজে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মমতা ৷ কিন্তু সেই কথা রাখতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী ৷