পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata and Sonia: সোনিয়ার অনুরোধে নৈশভোজে 30 মিনিট ছিলেন মমতা - সোনিয়া গান্ধির অনুরোধ উপেক্ষা

শারীরিক অসুস্থতা সত্ত্বেও সোনিয়ার ডাকা নৈশভোজে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বিরোধী বৈঠক থেকে বেরিয়ে ভিকট্রি সাইনও দেখান তৃণমূল সুপ্রিমো ৷

Etv Bharat
নৈশভোজে থাকলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Jul 17, 2023, 9:54 PM IST

Updated : Jul 17, 2023, 10:20 PM IST

বেঙ্গালুরু, 17 জুলাই:প্রথমে না-করেও শেষ পর্যন্ত সোনিয়া গান্ধির অনুরোধ উপেক্ষা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নৈশভোজে গেলেন তিনি ৷ ছিলেন 30 মিনিটের মতো ৷ আর বিরোধী জোটের বৈঠক থেকে বেরিয়ে বললেন, "বৈঠক ভালো হয়েছে ৷" সব মিলিয়ে সোমবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে খোশ মেজাজেই দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷

মমতা-সোনিয়া রসায়ন যে এখনও অটুট তা সোমবার বিরোধী জোটের বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গেল ৷ তৃণমূল কংগ্রেসের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে থাকলেও নৈশভোজে উপস্থিত থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যা নিয়ে সংবাদমাধ্যমে জল্পনা কম হয়নি ৷ কিন্তু শেষ পর্যন্ত সোনিয়ার অনুরোধ ফেলতে পারলেন না মমতা। সোনিয়া গান্ধির অনুরোধ রেখে প্রায় 30 মিনিট পর্যন্ত ডিনারে ছিলেন তিনি ৷

23 জুন পটনার বিরোধী বৈঠকের পর কংগ্রেসের নেতৃত্বে বেঙ্গালুরুতে বৈঠকে বসে অবিজেপি 26টি দলের শীর্ষ নেতৃত্ব ৷ ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, জেডিইউ সভাপতি নীতীশ কুমার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর দু'দিনের এই বৈঠকে এদিন নৈশভোজের আয়োজন করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ যদিও হঁটুর অস্ত্রোপচারের কারণে চিকিৎসকদের একাধিক বিধিনিষেধ থাকার দরুণ সেই ভোজে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মমতা ৷ কিন্তু সেই কথা রাখতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী ৷

এদিন সকাল থেকেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোনিয়া গান্ধির ডাকা নৈশভোজে উপস্থিত থাকুন, সেটাই চাইছে কংগ্রেস নেতৃত্ব। এমনকী বিরোধী রাজনৈতিক দলও মনে করছে সোনিয়া গান্ধি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নৈশভোজের গুরুত্ব আরও কিছুটা বাড়িয়ে দেবে। সেই জন্য তাদের তরফ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল বলে খবর। কিন্তু চিকিৎসকদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যধিক মাত্রায় ধকল নেওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছিল। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পাওয়ার পর এখনও 100 শতাংশ সুস্থ নন তিনি। তাই আগে থেকে ঠিক ছিল এই বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও'ব্রায়েন।

আরও পড়ুন: বৈঠকে সোনিয়ার পাশে মমতা, দুই নেত্রীর সমীকরণে কী বার্তা?

তবে এদিন সন্ধ্যায় বিরোধী বৈঠক থেকেই বোঝা যাচ্ছিল যে বিরোধী জোটের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মমতা। হলও তাই, এদিন তিনি ডিনারে উপস্থিত থাকলেন শুধু নয়, সোনিয়া গান্ধি এবং দেশের বিরোধী 30 মিনিট সময়ও দিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 মিনিট উপস্থিতির কথা স্বীকার করে নিয়েছে রাজ্যের শাসক দল। এদিকে জানা গিয়েছে, এদিন সান্ধ্য বৈঠকে কমন মিনিমাম প্রোগ্রামের বিষয়ে আলোচনা হয়েছে, এদিন তার খসড়া প্রস্তুতির বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে। কীভাবে এই কমন মিনিমাম প্রোগ্রামের বিষয়টি নির্দিষ্ট হবে তা নিয়ে আগামিকাল আরও বিস্তারিত আলোচনা হবে।

Last Updated : Jul 17, 2023, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details