পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mallikarjun Kharge: মোদির রাজ্যে আদিবাসী মন পেতে আসরে কংগ্রেস সভাপতি খাড়গে - গুজরাতের খবর

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে তৎপর কংগ্রেস সভাপতি (Congress President) মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ আগামী 29 অক্টোবর গুজরাতের (Gujarat) আদিবাসী অধ্যুষিত নভসারি জেলায় একটি জনসভা (Tribal Rally) করবেন তিনি ৷

Mallikarjun Kharge will address a Tribal Rally in Gujarat
Mallikarjun Kharge: মোদির রাজ্যে আদিবাসী মন পেতে আসরে খাড়গে

By

Published : Oct 27, 2022, 6:57 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: দায়িত্ব নিয়েই 'কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন' কংগ্রেস সভাপতি (Congress President) মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ আপাতত তাঁর লক্ষ্য মোদির ঘাঁটি গুজরাত (Gujarat) ৷ পশ্চিম ভারতের এই রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বাজবে ভোটের দামামা ৷ সেকথা মাথায় রেখেই বিজেপি-র হিন্দু তাসের মোকাবিলায় আদিবাসী ভাবাবেগকে হাতিয়ার করলেন খাড়গে ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী 29 অক্টোবর গুজরাতে একটি জনসভা করবেন তিনি ৷ জনসভাটিতে উপস্থিত থাকবেন স্থানীয় আদিবাসী সমাজের বাসিন্দারা (Tribal Rally) ৷

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা তথা গুজরাতে দলের দায়িত্বে থাকা বীরেন্দ্র রাঠোর বলেন, "আমাদের নতুন সভাপতি খাড়গে রাজ্যে আসবেন ৷ তিনি ভোটারদের জোরাল বার্তা দিতে চান ৷ একটি বিরাট জনসভা হবে ৷ আমরা আপাতত এ নিয়েই কাজ করছি ৷"

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্বভার নিলেন মল্লিকার্জুন খাড়গে

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি হিসাবে জনসভায় যোগ দেওয়ার জন্য গুজরাতের আদিবাসী অধ্যুষিত নভসারি জেলাকে বেছে নিয়েছেন খাড়গে ৷ এর আগে রাহুল গান্ধি (Rahul Gandhi) এই এলাকার মানুষকে কথা দিয়েছিলেন, কংগ্রেস যদি ভোটে জিতে গুজরাতের ক্ষমতায় আসে, তাহলে আদিবাসী সমাজের দুঃখ, দুর্দশা ঘুচবে ৷ মনে করা হচ্ছে, রাহুলের সেই বার্তাই আরও দৃঢ়ভাবে পেশ করবেন খাড়গে ৷ তাঁর সবথেকে বড় চ্য়ালেঞ্জ হল, বিজেপি-এর ঘাঁটিতে ঢুকে আদিবাসী সমাজকে গেরুয়া শিবিরের জাতপাতের রাজনীতি নিয়ে সচেতন করা ৷

ইতিমধ্যেই গুজরাতকে পাখির চোখ করে আসরে নেমেছে আম আদমি পার্টি ৷ পঞ্জাব জয়ের পর তাদের মনোবল তুঙ্গে ৷ এর ফলে কংগ্রেসের লড়াই আরও কঠিন হয়েছে ৷ তবে, গুজরাতে আপ-এর বদলে বিজেপি-কেই প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে তারা ৷ তাই মেরুকরণের পালটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাছের মানুষ হতে চাইছেন কংগ্রেস নেতারা ৷ একদিকে, মল্লিকার্জুন খাড়গে যেমন নভসারিতে জনসভা করবেন, অন্যদিকে আসরে নামছেন তাঁর পূর্বসূরি রাহুল গান্ধিও ৷ আগামী 10 মে গুজরাতের আর এক আদিবাসী অধ্যুষিত এলাকা দাহোদে জনসভা করবেন তিনি ৷ সেই মঞ্চ থেকেই আদিবাসী সত্যাগ্রহ (Adivasi Satyagraha) কর্মসূচির সূচনা করবেন রাহুল ৷

প্রসঙ্গত, গুজরাতের অন্তত 50টি বিধানসভা আসনে আদিবাসী ভোট বড় ফ্যাক্টর ৷ সেই কারণেই কংগ্রেসের এত তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details