নয়াদিল্লি, 26 অক্টোবর: নয়াদিল্লি, 26 অক্টোবর: কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge Takes Oath as Congress President) ৷ কংগ্রেস সভাপতি পদে জয়ের পর শপথ নিলেন তিনি ৷ আর শপথ নিয়েই দলে যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বললেন তিনি ৷ জানালেন উদয়পুরে কংগ্রেসের ‘চিন্তন শিবিরে’র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 50 বছরের নিচে বয়স, এমন 50 শতাংশ নেতার জন্য কংগ্রেসের বিভিন্ন পদ সংরক্ষিত করে রাখা হবে ৷ আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করে কংগ্রেসকে নতুন দিশা দেখাতে সকলে সহযোগিতা চেয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
এ দিন শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান নবনিযুক্ত কংগ্রেস সভাপতি (Congress President) ৷ সেখানে গান্ধিজির সামধিস্থলে প্রণাম করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যান ৷ শপথগ্রহণে উপস্থিত ছিলেন বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা ৷ এ দিন খাড়গে সভাপতি হিসাবে তাঁর প্রথম ভাষণে সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানান ৷ বলেন, ‘‘1998 সালের 15 জানুয়ারি সোনিয়াজি তাঁর প্রথম জনসভায় বলেছিলেন, তিনি তাঁর প্রথম রাজনৈতিক শিক্ষা কর্নাটক থেকে নিয়েছিলেন ৷ আর তাঁর রাজনীতি হল আত্মত্যাগ ৷ নিজস্বার্থ ও ক্ষমতার দম্ভকে দূরে রেখে কাজ করেছেন তিনি ৷’’