পশ্চিমবঙ্গ

west bengal

Manipur Violence: মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

By

Published : May 30, 2023, 3:54 PM IST

মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানাল কংগ্রেস ৷ সেই দাবিতে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য কংগ্রেস নেতারা ৷ সেখানে 12টি বিষয় উল্লেখ করে একটি চিঠি রাষ্ট্রপতিকে দিয়েছেন তাঁরা ৷

Manipur Violence ETV BHARAT
Manipur Violence

নয়াদিল্লি, 30 মে: উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দরবারে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ মঙ্গলবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে 12টি বিষয়কে তুলে ধরে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেয় কংগ্রেস প্রতিনিধি দল ৷ যে দলে মণিপুর কংগ্রেসের সদস্যরাও ছিলেন ৷ উল্লেখ্য, গত রবিবার থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত 75 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পর খাড়গে একটি টুইট করেন ৷ সেখানে কংগ্রেস সভাপতি লেখেন, ‘‘মণিপুরে যে ব্যাপক ক্ষতি এবং সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তার দ্রুত প্রতিকারের আর্জি নিয়ে আমরা আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করেছিলাম ৷ যাতে তাঁর হস্তক্ষেপে মণিপুর এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে ৷’’ তিনি এও জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জাতীয় কংগ্রেস মণিপুরে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবরকমভাবে সাহায্য় করতে প্রস্তুত ৷

খাড়গে জানিয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া স্মারকলিপিতে 12টি দাবির কথা উল্লেখ করেছেন ৷ সেগুলি কার্যকর হলে খুব দ্রুত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি ফিরে আসবে এবং পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে ৷ এই ইস্যুতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবার অভিযোগ করেছেন, মণিপুরের পরিস্থিতি দিনকে দিন খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে ৷

আরও পড়ুন:অগ্নিগর্ভ জন্মভূমি, উদ্বেগে বিশ্বভারতীর মণিপুরী অধ্যাপক-অধ্যাপিকা

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে মণিপুরে গিয়েছেন ৷ সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ এদিন সকালে সেখানকার মহিলা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেন ৷ শান্তিশৃঙ্খলা ফেরাতে একাধিক বিষয়ে আলোচনা হয় তাঁদের ৷ মণিপুরের নেত্রী মীরা পাইবির সঙ্গেও বৈঠক করেছেন শাহ ৷ সেখানকার সমাজে মহিলাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অমিত শাহ ইম্ফলে বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা করবেন ৷ শান্তি-শৃঙ্খলা ফেরাতে কী কী করণীয় ? সে নিয়ে আলোচনা করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details