পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mallikarjun Kharge কংগ্রেসের সভাপতি পদে রাহুলকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন - সোনিয়া গান্ধি

দল এবং দেশের স্বার্থেই রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কংগ্রেসের সভাপতি ( President of Indian National Congress) পদে ফিরতে হবে ৷ প্রয়োজনে তাঁকে জোরাজুরি করতেও পিছপা হবেন না ৷ জানালেন, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷

Mallikarjun Kharge says they will force Rahul Gandhi to take charge as Congress President
Mallikarjun Kharge কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধিকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন খাড়গে

By

Published : Aug 27, 2022, 1:17 PM IST

বেঙ্গালুরু, 27 অগস্ট:দলে যদি আর একজনও এমন নেতা বা নেত্রী না থাকেন, যিনি ভারতের সর্বত্র সমান জনপ্রিয়, তাহলে রাহুল গান্ধিকেই (Rahul Gandhi) আবার কংগ্রেসের সভাপতি (Congress President) পদে ফিরিয়ে আনা হবে ৷ গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) কংগ্রেস ছাড়ার পরই একথা বলেন দলের অন্যতম প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷

এই প্রসঙ্গে খাড়গের বক্তব্য হল, দলের সর্বভারতীয় সভাপতি পদে এমন একজনের বসা উচিত, যাঁকে সারা ভারতের মানুষ চেনে এবং যাঁকে কন্যাকুমারী থেকে কাশ্মীর ও পশ্চিমবঙ্গ থেকে গুজরাতের বাসিন্দারা সমর্থন করেন ৷ খাড়গের কথায়, "কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে বসা মানুষটিকে অবশ্যই সুপরিচিত হতে হবে ৷ একইসঙ্গে, দলেও তাঁর সার্বিক গ্রহণযোগ্যতা থাকতে হবে ৷ কিন্তু, এই মুহূর্তে দলে এমন আর একজনও নেই (রাহুল গান্ধিকে বাদ দিয়ে) ৷"

আরও পড়ুন:নতুন দল গড়বেন গুলাম নবি, একান্ত সাক্ষাৎকারে দাবি ঘনিষ্ঠ বন্ধুর

মল্লিকার্জুন খাড়গে এই প্রসঙ্গে সকলকে মনে করিয়ে দেন, কংগ্রেসের বর্তমান অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) অত্যন্ত অসুস্থ ৷ কিন্তু, দলের বাকিদের অনুরোধে তিনি নেতৃত্ব দিতে বাধ্য হচ্ছেন ৷ বস্তুত, দলের অন্য নেতা ও কর্মীরাই চেয়েছিলেন, রাহুল গান্ধি সংগঠনের হাল ধরুন এবং সামনে থেকে লড়াই করুন ৷ কিন্তু, এবার শীর্ষ নেতৃত্বে স্থায়ীভাবে কারও বসা দরকার ৷ আর সেক্ষেত্রে রাহুল গান্ধির কোনও বিকল্প রয়েছে বলে মনে করেন না মল্লিকার্জুন খাড়গে ৷ খাড়গের এই অবস্থানের কারণ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর পাল্টা প্রশ্ন, "আপনারাই বলুন, (রাহুল গান্ধির) বিকল্প কে রয়েছেন ? কে তিনি ?"

এদিকে, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা রাহুল গান্ধিকে শীর্ষ নেতৃত্বে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেও রাহুল নিজে ওই পদে বসতে রাজি নন বলেই দাবি সূত্রের ৷ এই প্রসঙ্গে খাড়গে জানান, তিনি নিজে রাহুলকে দলের দায়িত্ব নিতে অনুরোধ করবেন ৷ প্রবীণ কংগ্রেস নেতার কথায়, "দলের স্বার্থে, দেশের স্বার্থে, আরএসএস-বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে এবং সর্বোপরি দেশকে অখণ্ড রাখতে" রাহুল গান্ধিকে কংগ্রেসের দায়িত্ব নিতে হবে ৷ এমনকী, এক্ষেত্রে ব্যক্তিগত সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি যে রাহুলকে জোরাজুরি করতেও ছাড়বেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে ৷

ABOUT THE AUTHOR

...view details