পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kharge Rejects BJPs Demand: রাহুলের ক্ষমা চাওয়া নিয়ে বিজেপির দাবি খারিজ করলেন খাড়গে - কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি

রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি (BJP demand for apology from Rahul Gandhi) ৷ তবে বুধবার বিজেপির দাবি খারিজ করে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

Kharge Rejects BJPs Demand
Kharge Rejects BJPs Demand

By

Published : Mar 15, 2023, 1:59 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ: বিদেশে গিয়ে ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ সেই কারণে বিজেপি (BJP) তরফে রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে ৷ কিন্তু সেই দাবিকে বুধবার খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Prez Mallikarjun Kharge) ৷ তিনি জানিয়েছেন, ইস্যুতে রাহুলের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷

গত সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ শুরু হয়েছে ৷ বুধবার ছিল তার তৃতীয় দিন ৷ অধিবেশন শুরুর আগে 18টি বিরোধী দলকে নিয়ে বৈঠক করেন কংগ্রেস সভাপতি ৷ সেই সময়ই তিনি এই মন্তব্য করেছেন ৷ খাড়গের বক্তব্য, বর্তমান সরকারের অধীনে মতপ্রকাশ ও বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে ৷ সত্যি কথা বললে গ্রেফতার করা হচ্ছে ৷ দেশের এই অবস্থা রাহুল গান্ধির 'গণতন্ত্রের সমাপ্তি' মন্তব্যের সঙ্গে একেবারে মিলে যায় ৷ তাই লন্ডনে বিতর্ক সভায় অংশ নিয়ে রাহুল ভারতের গণতন্ত্রের আসল ছবিটা তুলে ধরেছেন ৷ সেই কারণে তাঁর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷

এদিকে এদিন ওই বৈঠকে আদানি ইস্যু নিয়ে আলোচনা হয় ৷ এই ইস্যুতে সরকার পক্ষকে কীভাবে আরও কোণঠাসা করা যায়, সেই বিষয়ে রণকৌশল নির্ধারণ করা হয় ৷ এই নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিরও পরিকল্পনা করা হয় ৷ অন্যদিকে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে এলপিজি-র দামবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷

সোমবার অধিবেশন শুরু হলেও এখনও পর্যন্ত ঠিকভাবে কাজ হয়নি ৷ কারণ, বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদের জেরে বারবার অধিবেশনে মুলতবি হয়েছে ৷ বুধবারও পরিস্থিতি একই রকম রয়েছে ৷ সরকার পক্ষ রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ৷ অন্যদিকে বিরোধীরা আদানি ইস্যু নিয়ে সরব হয়েছেন ৷

আরও পড়ুন:রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

ABOUT THE AUTHOR

...view details