নয়াদিল্লি, 15 মার্চ: বিদেশে গিয়ে ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ সেই কারণে বিজেপি (BJP) তরফে রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে ৷ কিন্তু সেই দাবিকে বুধবার খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Prez Mallikarjun Kharge) ৷ তিনি জানিয়েছেন, ইস্যুতে রাহুলের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷
গত সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ শুরু হয়েছে ৷ বুধবার ছিল তার তৃতীয় দিন ৷ অধিবেশন শুরুর আগে 18টি বিরোধী দলকে নিয়ে বৈঠক করেন কংগ্রেস সভাপতি ৷ সেই সময়ই তিনি এই মন্তব্য করেছেন ৷ খাড়গের বক্তব্য, বর্তমান সরকারের অধীনে মতপ্রকাশ ও বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে ৷ সত্যি কথা বললে গ্রেফতার করা হচ্ছে ৷ দেশের এই অবস্থা রাহুল গান্ধির 'গণতন্ত্রের সমাপ্তি' মন্তব্যের সঙ্গে একেবারে মিলে যায় ৷ তাই লন্ডনে বিতর্ক সভায় অংশ নিয়ে রাহুল ভারতের গণতন্ত্রের আসল ছবিটা তুলে ধরেছেন ৷ সেই কারণে তাঁর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷