নয়াদিল্লি, 9 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসার ছবি ধরা পড়েছিল শনিবার দিনভর, তা নিয়ে রাজ্যের শাসকদল এবং রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছিল বিরোধীরা ৷ এবার সরাসরি রাজ্যের পঞ্চায়েত ভোটের অশান্তির তীব্র নিন্দা করলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ রবিবার তিনি বলেন, "আমি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার তীব্র নিন্দা করছে ৷"
সামনের বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে অবিজেপি রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ৷ সেখানে কংগ্রেস, বামেদের সঙ্গেই রয়েছে তৃণমূলও ৷ 23 জুন পটনার পর আগামী চার-পাঁচ দিনের মধ্যে বেঙ্গালুরুতে সেই জোটের দ্বিতীয় বৈঠক বসতে চলেছে ৷ মূলত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের কারণেও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল বৈঠকের দিন ৷ যা পটনার বৈঠক থেকে জানিয়েছিলেন খোদ মল্লিকার্জুন খাড়গে ৷ মনে করা হচ্ছে সেই বৈঠকেও হাজির থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ থাকার কথা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরও ৷ কিন্তু তার মাঝেই রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে উষ্মা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি ৷
রাজ্যে পঞ্চায়েত ভোটে একদিনেই হিংসার বলি হয়েছেন 18 জন ৷ যার মধ্য়ে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীও রয়েছে ৷ মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে বেশ কয়েকজন কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী ৷ এমনকী এই হিংসার জন্য সরাসরি তিনি রাজ্যের শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন ৷ আর এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, "সেখানে (পশ্চিমবঙ্গে) সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত ৷ নয়তো গণতন্ত্র রক্ষিত হবে না ৷"
আরও পড়ুন: ভোট মিটতেই শাহী-সাক্ষাতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের একাধিক জেলা ৷ হিংসা, হানাহানি, অশান্তিতে প্রাণ গিয়েছে 18 জনের ৷ যার মধ্য়ে শাসকদলের কর্মী-সমর্থকরা আছে বলেও জানা গিয়েছএ ৷ যদিও রাজ্য নির্বাচন কমিশন অবশ্য মৃত্যুর এই সংখ্যা মানতে রাজি নয় ৷ কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে পঞ্চায়েত ভোটে 10 জনের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, রক্তের পাশাপাশি ব্যালটের উপরও ওইদিন আঘাত নেমে এসেছিল ৷ একাধিক বুথে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ব্যালট পেপার, ভেঙে ফেলা হয়েছে ব্যালট বক্সও ৷ বেশ কিছু জায়গায় আক্রান্ত হয়েছিলেন বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও ৷