পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kharge Makes Emotional Appeal: তিনি কর্ণাটকের ভূমিপুত্র, শেষদিনের প্রচারে ভোট চাইতে গিয়ে আবেগী খাড়গে - কর্ণাটকের ভূমিপুত্র

নরেন্দ্র মোদি যেমন বলেছিলেন যে তিনি সেখানকার ভূমিপুত্র, তেমনই তিনিও কর্ণাটকের ভূমিপুত্র ৷ তাই তাঁর এখানে ভোট চাওয়ার অধিকার আছে ৷ শেষদিনের প্রচারে ভোটারদের আবেগপ্রবণ আবেদন জানিয়ে এ কথা বললেন মল্লিকার্জুন খাড়গে ৷

Kharge Makes Emotional Appeal
মল্লিকার্জুন খাড়গে

By

Published : May 8, 2023, 4:56 PM IST

কালবুর্গী (কর্ণাটক), 8 মে: কর্ণাটকে প্রচারের শেষ দিনে নিজের ঘরের ময়দানে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সোমবার বলেন, তাঁর বয়স 81 বছর এবং কেউ যদি তাঁকে শেষ করতে চায় তারা তা করতে পারে ৷ কিন্তু তিনি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত দরিদ্রদের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং তাঁদের স্বার্থ রক্ষার চেষ্টা করবেন ।

কর্ণাটকের "ভূমিপুত্র" হিসেবে তাঁকে এআইসিসি সভাপতি করা হয়েছে, একে গর্ব হিসেবে মনে করে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আহ্বান জানান খাড়গে ৷ কংগ্রেস সম্প্রতি অভিযোগ করেছিল যে বিজেপি প্রার্থী খাড়গে, তাঁর স্ত্রী এবং তাঁর পুরো পরিবারকে "নিশ্চিহ্ন" করার জন্য হত্যার ষড়যন্ত্র করেছেন । কালবুর্গী জেলার চিত্তপুর আসনের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোড়ের কণ্ঠ বলে দাবি করে তাঁর একটি অডিয়ো রেকর্ডিং-ও শেয়ার করে কংগ্রেস ৷ সেখানে কন্নড় ভাষায় বলতে শোনা যায় যে তিনি "খড়গে, তাঁর স্ত্রী এবং সন্তানদের" নিশ্চিহ্ন করবেন ।

সে প্রসঙ্গে খাড়গে এ দিন বলেন, "মনে হচ্ছে এটা হয়তো বিজেপি নেতাদের মাথায় এসেছে আমাকে শেষ করার কথা । যদি না হয়, তাহলে কার সাহস থাকবে যে তিনি খড়গে ও পরিবারকে শেষ করতে চান ? তিনি যদি এটা বলতেই চান, তাহলে কিছু বিজেপি নেতা নিশ্চয়ই তাঁর পিছনে আছেন ৷ নইলে এটা হতে পারে না ৷"

কালবুর্গীতে এক জনসভায় খাড়গে বলেন, তাঁকে সহজে কেউ শেষ করতে পারবেন না । তাঁর কথায়, "আমাকে রক্ষা করার জন্য আমার কাছে বাবাসাহেবের সংবিধান আছে, কালবুর্গী এবং কর্ণাটকের জনগণ আমার পিছনে রয়েছে । এখন এআইসিসি সভাপতি হওয়ার পরে, দেশের মানুষ আমার পিছনে রয়েছে । আপনি আমাকে এবং আমার পরিবারকে শেষ করে দিতে পারেন...আমি যদি চলে যাই, তবে অন্য কেউ আবির্ভূত হবেন ৷" যদিও যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই রাঠোড় সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এ সব কথা মিথ্যে ৷ ওই অডিয়োকে ভুয়ো বলে দাবি করে তিনি বলেন, কংগ্রেস পরাজয়ের ভয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছে ৷

এআইসিসি প্রধান এ দিন বলেন, "মোদিও একই আচরণ করছেন ৷ আমার কথা কেন বলছেন ? আমার সম্পর্কে বলুন, এটা ঠিক, আমি 52 বছর ধরে রাজনীতি করছি... কিন্তু আমার পরিবার কেন ?" শৈশবে পুরো পরিবার হারিয়ে তিনি একা হয়ে গিয়েছিলেন বলে জানিয়ে খাড়গে বলেন, "আমি এখনও বেঁচে আছি । এবং মানুষের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকব ।"

তিনি নির্বাচনী প্রচারের জন্য গুজরাতে গিয়েছিলেন বলে উল্লেখ করে, এআইসিসি সভাপতি বলেন যে, মোদি সেখানে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কারণ তিনি গুজরাত এবং আহমেদাবাদের "ভূমিপুত্র" ছিলেন এবং তাঁদের মর্যাদা রক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন । একইভাবে, খাড়গে বলেন, "আমি এখন মোদিকে বলতে চাই যে আমি কর্ণাটক এবং গুলবার্গার (কালাবুর্গী) 'ভূমিপুত্র'। গুজরাতে আপনার যে অধিকার আছে, আমার এখানে আছে এবং আমার তা পাওয়া উচিত । আপনি আমার জায়গার জন্য কিছুই করেননি, কিন্তু আমি আমার অঞ্চলের জন্য কাজ করার পরে ভোট চাইছি ।"

আরও পড়ুন:কর্ণাটকে সোনিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details